Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভারতে আবারও অল্প বাড়লো করোনা সংক্রমনের দাপট? নতুন ওমিক্রণ ঘিরে শঙ্কা

পৃথিবীর বিভিন্ন জায়গায় আবারও করোনার উৎপাত বাড়ছে। করোনার (Corona Virus) আরও কয়েকটা নতুন স্ট্রেন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। যদিও এমন বিপদ শঙ্কুল অবস্থায় ভারতের করোনা অবস্থা (India’s Covid Situation) বর্তমানে অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো। চলতি বছরের শুরুতে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ (Covid Third Wave) হানা দেওয়ার পর ফেব্রুয়ারির শেষ থেকে করোনা দৈনিক সংক্রমনের ঘটনা ক্রমশই নিন্মমুখী হয়েছিল। বর্তমানে আবারও সারা বিশ্বে করোনা চোখ রাঙাচ্ছে করোনা(Covid Fourth Wave)। নেপথ্যে ওমিক্রণের নতুন প্রজাতি (New Varient of Omicron)। দৈনিক করোনা সংক্রমণ নিমম্মুখীই আছে সেরকম কোনও বদল নেই যদিও।

যদিও একদিনে সামান্য কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ এবং মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে কোভিড পজিটিভ গত ২৪ ঘণ্টায় ১৫৮১ জন, ৩৩ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের নিরিখে একটু বেশির দিকেই আছে। প্রায় ৯৬.৯ শতাংশ দেশে সুস্থতার হার। পাশাপাশি এক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস (Covid Active Case) ২৩,৯১৩ । 

BA.2 – এবার এই ভ্যারিয়েন্টটি জাঁকিয়ে বসছে দেশে। বিশেষজ্ঞদের মতে এটি অমিক্রনেরই আরেকটি নতুন স্ট্রেন। এই স্ট্রেনটি দাপট দেখিয়েছে ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে বিশেষত ইউরোপে। মনে করা হচ্ছে, দেশে কমবেশি এই ভ্যারিয়েন্টটি চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে খানিকটা বিপদ বাড়াবে। 

বিশেষজ্ঞদের মত,দেশের প্রত্যেকটি মানুষকে এই মুহূর্তেই বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন আছে। এর মধ্যেই সেরকমই ভাবছে দেশের কেন্দ্র সরকার। বুস্টার ডোজ দেশের সমস্ত ১৮ উর্ধ্ব নাগরিকদের জন্য চালু হতে চলেছে। ১৮১ কোটি ৫৬ লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ ইতিমধ্য়ে দেওয়া হয়েছে। করোনা টিকা (Corona vaccine) মিলছে ১২ বছর বয়স হলেই। ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার কাজ সেইসঙ্গে চলছে। এই টিকাকরণই সবচেয়ে বড় হাতিয়ার মহামারীর সঙ্গে লড়াইয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সেদিকেই নজর দিয়েছে কেন্দ্র।

Related posts

প্রেমিক তার প্রেমিকার চোখ আঠা দিয়ে আটকে দিল! কারণ জানলে অবাক হবেন

News Desk

অগাস্টেই আছড়ে ভারতে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ, দৈনিক আক্রান্ত ছাড়াবে লক্ষাধিক

News Desk

হাঙরের শরীরে শূকরের মুখ! ইটালির সমুদ্র সৈকতে দেখা পাওয়া গেল অদ্ভূত দর্শন এই প্রাণীর

News Desk