Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নৃশংস! ২ মাসের একরত্তি মেয়েকে হত্যা করে মাইক্রোওয়েভে লুকিয়ে রাখলেন মা! কেন?

একই বোধহয় বলে ঘোর কলিযুগ। দেশের রাজধানী দিল্লি থেকে একটি ঘোরতর নৃশংসতার ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে এক মা তার নিজের দুই মাসের নিষ্পাপ একরত্তি মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। শ্বাসরোধের পর দেহ বাড়িরই মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে রাখে ওই নারী। মায়ের এমন অবাক করা নির্মমতায় প্রাণ হারানো শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে দিল্লির মালভিয়া নগর থানা এলাকার চিরাগ দিল্লি গ্রামে।

AajTak এর একটি প্রতিবেদন অনুযায়ী, চিরাগ দিল্লি গ্রামে এক মহিলা মাত্র ২ মাস আগে মা হয়েছিলেন। তার পুত্র সন্তানের আকাঙ্ক্ষা থাকলেও জন্মেছিল কন্যা সন্তান। জানা যায় সেই কারণেই নাকি নিজের মাত্র দুই মাস বয়সী মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে সেই মহিলা। খুনের পর বাড়ির ছাদে পড়ে থাকা মাইক্রোওয়েভ ওভেনে মৃতদেহ লুকিয়ে রাখে অভিযুক্ত মহিলা। ছোট্ট মেয়ে নিখোঁজ থাকায় পরিবার পুলিশে খবর দেয়। বাড়িতে এসে পুলিশ তল্লাশি চালালে ২ মাসের শিশু অনন্যা কৌশিকের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

মালবিয়া নগর থানার পুলিশ ওই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে মেয়েটির বাবা-মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, গুলশান কৌশিক তার পরিবারের সঙ্গে চিরাগ দিল্লি গ্রামে থাকেন। স্ত্রী ডিম্পল কৌশিক ছাড়াও পরিবারে একটি চার বছরের ছেলে এবং দুই মাসের মেয়ে অনন্যা কৌশিক ছিল। গুলশানের মা ও ভাইও তাদের সঙ্গে থাকেন এবং বাড়ির নিচে একটি মুদি দোকান চালান।

পুলিশ জানায়, ২১শে মার্চ বিকেল সোয়া তিনটের দিকে চিরাগ দিল্লি গ্রাম থেকে একটি বাচ্চা মেয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়, তারপরে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছন। মেয়েটির দিদা নিজের সারা বাড়িতে মেয়েটিকে খুঁজছিলেন। মাত্র ২ মাসের শিশু কন্যা কোথায় যাবে? সারা বাড়িতে খুজেঁ শেষ অবধি দোতলায় থাকা মাইক্রোওয়েভ ওভেনে পড়ে থাকা অবস্থায় মেয়েটির প্রাণহীন দেহ পাওয়া যায়। শিশুটির মৃতদেহ বের করেন মেয়ের দিদা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটির মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে এবং মেয়েটির বাবা-মাকে হেফাজতে নেয়। কোনো মা কিভাবে এমন নৃশংসতা করতে পারে। এটা ভেবেই অবাক সকলে।

Related posts

দেশে আবারও কিছুটা বাড়লো করোনা সংক্রমণ, মৃত্যু চার হাজারের নিচে

News Desk

সক্রিয় রোগীর সংখ্যার সাথে কমছে দৈনিক সংক্রমণ, দেশ করোনা থেকে মূক্তির পথে

News Desk

অর্ডারের খাবার দিতে দেরি, গুলি করে রেস্তোরাঁ মালিক কে খুন করল স্যুইগি ডেলিভারি বয়

News Desk