ভারতে করোনা নিম্নমুখী পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার করোনা সংক্রমণের গ্রাফ যথেষ্ট নিশ্চিন্ত করছে বাংলার মানুষকে। গতদিনের মতো এদিনও বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৫০এরও কম। নতুন ভাবে কোরোনায় আক্রান্ত হয়েছে ৪৫ জন শেষ ২৪ ঘন্টায়। রাজ্যে বর্তমানর মৃতের সংখ্যা শূন্য। ৯৮.৯০ শতাংশ সুস্থতার হার।
প্রায় বছর দুয়েক আগে এই সময়েই বাংলায় করোনার দাপট শুরু হয়েছিল। সংক্রমণ বেড়েছিল দ্রুতহারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটাবিশ্বের মতো বাংলার মানুষও ঘরবন্দি হয়ে গিয়েছিল। পরিস্থিতি পরবর্তীতে খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আর সে কারণেই অতি দ্রুত গতিতে তৃতীয় ঢেউ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে বাংলা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ জন। ফলে বর্তমানে ২০ লক্ষ ১৬ হাজার ৮১৫ জন মোট আক্রান্তের সংখ্যা। ০.৪৬ শতাংশ পজিটিভিটি রেট।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃত্যুহীন বাংলা গত ২৪ ঘণ্টায়। রাজ্যে করোনার বলি এখনও পর্যন্ত ২১,১৯৪ জন। একদিনে ১০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। ১৯ লক্ষ ৯৪ হাজার ৭০১ জন মোট করোনা জয়ীর সংখ্যা। নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭৭২ জনের গত ২৪ ঘণ্টায়। ২৪, ৫৫৯, ৪৮৮ টি মোট টেস্টিং।
জোরকদমে চলছে টিকাকরণ পরিস্থিতি আয়ত্তে এলেও। রাজ্যে টিকা নিয়েছেন ১০,৪২৫ জন গত ২৪ ঘণ্টায়। ৫৯ লক্ষ ৪১৬ হাজার ৫০২ জনের ইতিমধ্যেই টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। উল্লেখ্য, গোটা ভারতের বর্তমান পরিস্থিতি বাংলা-সহ নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে চিনের কোভিড গ্রাফ ভয় ধরাচ্ছে। সে দেশে গত ২৪ ঘণ্টায় সাড়ে চার হাজারেরও বেশি আক্রান্ত। বছর খানেক পর আবারও করোনার কারণে মৃত্যু হয়েছে একজনের সেখানে। করোনা শুধু চীন কেই কাবু করেনি, সাথে দক্ষিণ কোরিয়াকেও কাবু করেছে। সব মিলিয়ে পরিস্থিতি চিন্তায় রাখছে প্রশাসনকে।