Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মধুচক্রের পর্দা ফাঁস পুলিশের! আটক তিন মহিলার মধ্যে একজন মুম্বই অভিনেত্রী! ঘটনায় চাঞ্চল্য

গোয়া পুলিশের দুর্দান্ত সাফল্য, গোয়াতে এক বড় মধুচক্রের পর্দা ফাঁস করেছেন তারা। অনেক ক্ষমতাশালী লোকের নাম জড়িয়ে আছে এই মধুচক্রের সাথে। অনেক দূর অবধি বিস্তৃত আছে এই চক্র। গোয়া থেকে পুলিশ ধরেছে তিনজন মহিলাকে। এই ধৃত তিনজনের মধ্যে একজন আবার টেলিপর্দার অভিনেত্রী। যে কারণে চূড়ান্ত আলোচনা চলছে।

পুলিশ থেকে জানা গিয়েছে এই বৃহৎ মধুচক্রর পিছনে অন্ধপ্রদেশের এক ব্যক্তি রয়েছে। গোয়ায় পানাজি এলাকায় একপ্রকার সবার সামনেই চলছিল। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ভারতের নানা রাজ্য থেকে মেয়ে দের এখানে আনা হতো এই মধুচক্রে যুক্ত করার জন্য। বেশ অনেক দিন যাবৎ এই চক্রটি সক্রিয় ছিল এখানে। এই মধুচক্রে মুম্বাইয়ের এক অভিনেত্রীও জড়িত। বিভিন্ন মেয়েদের যারা মুম্বাইতে সিনেমা বা টিভি পর্দায় আসার স্বপ্ন দেখতো তাদের সিনেমায় অভিনয় করাবে বলে এখানে নিয়ে আসতো।

এই মধুচক্রটি পুলিশের জালে ফাঁসলো কিভাবে?‌ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে পেট্রোলিংয়ের সময় তাদের কাছে একটি খবর আসে। তখন বলা হয়, মধুচক্রের সঙ্গে জড়িত হাফিজ সইদ বিলাল নামে এক যুবক। পুলিশের পক্ষ থেকে এই খবর পেয়েই একজন খদ্দের সেজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। মেয়ে নিয়ে দর কষাকষি হয় তখন অভিযুক্তের সঙ্গে। সেখানে, ৫০ হাজার টাকা দিতে হবে ঠিক হয়। সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিনজন মেয়েকে তাহলে পাঠিয়ে দেওয়া হবে। তারপরই পরিকল্পনা মাফিক , চক্রের মাথাকে ধরা হয় হোটেল থেকেই। ওই হোটেল থেকেই সেই তিন মহিলাকেও গ্রেফতার করা হয়।

এই তিনজন মহিলা যাদের হোটেল থেকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন মুম্বাইয়ের অভিনেত্রী। তার নাম গোপন রেখেছে পুলিশ। পুলিশ বারংবার জেরা করে জানতে পেরেছে, যাঁরা অভিজাত হোটেলে থাকেন এই অভিযুক্ত গোয়ার পানাজিতে তাঁদের কাছে এই মেয়েদের পাঠানো হয়। আর তার বদলে নেওয়া হয় বেশ অনেকটা টাকা। ওই অভিনেত্রী বাকি মেয়েদের কাজ দেবে বলে নিয়ে আসতো। এই অভিনেত্রীকে দেখা গিয়েছে একাধিক টেলিভিশন শোয়েও।

Related posts

যৌন তৃপ্তির খোঁজে বাড়ছে ‘সেক্স ডল’-এর চাহিদা, কেন এই কৃত্রিম বস্তুতে আসক্তি নতুন প্রজন্মের?

dainikaccess

২৪টি পরিবারের ১ কোটি টাকা আইপিএলে জুয়ায় উড়িয়ে দিলেন পোস্ট মাস্টার! অতঃপর..

News Desk

সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল, টুইট করে সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী

News Desk