Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

“স্বামী যেন ছেড়ে দেয়, ও তাহলে আমাকে বিয়ে করবে” – রিজেন্ট পার্কের হত্যাকারীর স্ত্রীর চাঞ্চল্যকর বয়ান

বছর দুয়েকের করোনার বিধিনিষেধের মধ্যে দোল খেলা সেভাবে হয়নি আর এই বছর দোলের দিন বিধিনিষেধ সেভাবে না থাকায় সবাই মেতেছে দোল খেলতে। আর এই দোলের দিনই কলকাতায় গুলি চললো। এই ঘটনায় এক যুবক নিহত হয়েছে। সূত্র থেকে জানা গিয়েছে ওই যুবকের নাম দিলীপ চৌহান। এই ঘটনায় অভিযুক্তের নাম সুজিৎ মল্লিক। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্কের নতুন পল্লি অটো স্ট্যান্ডের কাছে। ওই জায়গায় গতকাল রং খেলা শেষে মদের আসর বসেছিল বলে জানা যায়। আর এই মদের আসরে অশান্তি শুরু হয়। আর এই অশান্তির জের আরও ভয়ানক রূপ নিয়ে নেয়। যেকারণে সেখানে গুলি চলে। পুলিশ তদন্ত থেকে জানা গেছে যে শুক্রবার একসাথে দোল খেলার পর সম্ভবত দুপুর দু’টো নাগাদ মদ্যপান করতে বসে চার বন্ধু রিজেন্ট পার্ক থানার নতুন পল্লিতে। ওই মুহূর্তে সেখানে উপস্থিত একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। দোল খেলা শেষে ওই মদের আসরে বচসার জেরেই সেখানে গুলি চলেছে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে এই ঘটনায় অভিযুক্ত সুজিত মল্লিক নিখোঁজ। পুলিশ এখন তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

নিউজ 18 বাংলার এক প্রতিবেদন অনুযায়ী পুলিশের তদন্তের পাশাপাশি, একের পর এক আশ্চর্য তথ্য সুজিতের স্ত্রীয়ের বয়ানেও উঠে আসতে থাকে। সে সময় আসলে কি ঘটেছিল, অভিযুক্ত সুজিতের স্ত্রী এই ব্যাপারে মিডিয়াকে বলেছেন যে , দোলের দিন রং খেলা শেষে তাঁর স্বামী সুজিত ও তাঁর বন্ধু দিলীপ-রা এক সঙ্গে বসে মদ্যপান করছিলেন। এরা অনেক দিনেরই বন্ধু, খুব ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরেই। কিন্তু সেদিন যেন সব অন্যরকম হয়ে গেলো।

এর পর সেই মদের আসরে সুজিতের স্ত্রীকে এসে যোগ দেওয়ার কথা বলা হয়। আর সেখানে সুজিতের স্ত্রী আসা মাত্রই দিলীপ আসরে উঠে গিয়ে তাকে রং মাখাতে যায়। বন্ধুর স্ত্রীকে দিলীপ রং মাখানোর পরেই এই দুর্ঘটনাটি ঘটে গেলো। সুজিতের স্ত্রী আরও জানিয়েছেন, ‘ যে আমার স্বামীর সামনেই আমাকে রং মাখানোর পর দিলীপ বলে, আমাকে যেন আমার স্বামী ছেড়ে দেয়। তাহলে আমাকে ও বিয়ে করবে। এর পর খুব রেগে উত্তেজিত হয়ে যায় সুজিত, ও রাগের বসে সেখান থেকে বেরিয়ে যায়।’

বেশ কিছুক্ষন পর আবারও ফিরে আসে সুজিত। আর সেখানে ফিরে এসেই সটান গুলি করেছে দিলীপকে। ওই জায়গায় গুলি খাওয়ার পর দিলীপ সেখানেই পরে থাকে। এই ঘটনায় অভিযুক্ত সুজিতের স্ত্রী বলেছেন , তাঁর ভাইয়ের মতো ছিল দিলীপ, খুব ভাল মানুষ। তিনি ভেঙে পড়েছেন তাঁর মৃত্যুর ঘটনায়। তাই অভিযুক্তের স্ত্রী চাইছেন তার স্বামীর কঠোরতম শাস্তি হোক।

Related posts

তাড়িয়ে দেওয়ার ১৫ বছর পর বয়স্ক প্রতিবন্ধী মা ও বাবা ছেলেকে দিলেন এই উচিত শিক্ষা! শুনলে অবাক হবেন

News Desk

এই গ্রামে পুরুষের সংখ্যা শূন্য!‌ তবু মহিলাদের গর্ভে আসে সন্তান। কি রহস্য লুকিয়ে আছে?

News Desk

নতুন বছরের আগেই সুখবর দিলেন দুই সন্তানের মা করিনা! শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

News Desk