Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা! কি ইঙ্গিত দিচ্ছে ভারতের কোভিড পরিসংখ্যান

আবারও গোটাবিশ্বে শুরি হয়েছে করোনার ত্রাস। করোনা প্রথমবার যখন এসেছিলো ভয়াবহ রূপ নিয়েছিল চিনে। এবার চিনে তার থেকেও খারাপ অবস্থা রয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ারও এর থেকে খারাপ ছবি, সেখানে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ আক্রান্ত। বিশ্বের অন্যদিকে একই রকম দৃশ্য নজরে এসেছে। গোটা বিশ্বে প্রায় ১কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে গত এক সপ্তাহে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবারও সতর্ক করেছে গোটা বিশ্বকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এখনও শুধুমাত্র শুরুই হয়েছে পুরো বিশ্বে আবারও করোনার দাপট শুরু হয়েছে। তারা নতুন করে বিশ্ববাসীকে সতর্ক করেছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতে করোনা গ্রাফ নিম্মমুখীই রয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন মাত্র ২ হাজার ৫২৮ জন গত ২৪ ঘণ্টায় । গতদিনের মতই নিম্নমুখী। খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও। এদিন মৃতের সংখ্যাটা আবার অনেকটা বেড়েছে গত কয়েকদিনে সংখ্যাটা খানিকটা কমলেও। করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন গত ২৪ ঘণ্টায় । দেশে কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জন এখনও পর্যন্ত ।

দেশের অ্যাকটিভ কেস কমতে কমতে ৩০ হাজারের নিচে নেমে এসেছে। এই মুহূর্তে ৩ হাজার ৯৯৭ জন দেশের অ্যাকটিভ কেস। ০.০৭ শতাংশে অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে। একই সঙ্গে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৮ হাজার ৫৪৩ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৯৯৭ জন গত ২৪ ঘণ্টায়। ৯৮.৭৩ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে,দেশে প্রায় ১৮০ কোটি ৯৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত । এর মধ্যে ১৫ লক্ষের বেশি গতকাল ভ্যাকসিন পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি টেস্টিংও চলছে। গতকাল যেমন নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষের ৩৩ হাজার ৮৬৭ জনের।

Related posts

‘বাড়িতে ঠিক পোশাক পরুন, উঁকি মেরে ক্ষতি হচ্ছে আমার মেয়ের’ – প্রতিবেশীকে শাঁসালো মহিলা

News Desk

স্নানের আপত্তিকর ভিডিও তুলে, ভয় দেখিয়ে দেখিয়ে গৃহবধূকে যৌন শোষণ! ঘটনায় চাঞ্চল্য দীঘায়

News Desk

এই শ্মশানের দ্বাররক্ষক স্বয়ং যমরাজ! প্রায় দেড় হাজার বছরের পুরোনো এই স্থান

News Desk