Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

বিধায়ক হলেও নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা হল না মদনের

পাঁচ বছর পর বিধানসভা ভোটে জিতে বিধায়ক হিসাবে বিধানসভায় ফিরলেন কামারহাটির মদন মিত্র। কিন্তু তৃতীয় বারের জন্য ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল সরকার গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মন্ত্রিসভায় জায়গা হল না খোদ মদন মিত্রর। রবিবার বিকেলে রাজভবন গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নতুন মন্ত্রিসভার তালিকা দিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম নেই কামারহাটি থেকে সদ্য নির্বাচিত মদন মিত্রের।

২০০৯ সালের বিষ্ণুপুর পশ্চিম (ডিলিমিটেশনের কারণে লুপ্ত) বিধানসভা থেকে উপনির্বাচনে জিতে প্রথমবারের জন্য বিধায়ক হন মদন মিত্র। ২০১১ সালে মদন মিত্র বিধানসভা ভোটে পরাজিত করেন কামারহাটির প্রভাবশালী সিপিএম নেতা ও বিধায়ক মানস মুখোপাধ্যায় কে। সেই ভোটে জিতে তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। ক্রীড়া দফতর নিয়ে মন্ত্রিসভায় কাজ করেছিলেন তিনি।
এরপরই ২০১২ সালের জানুয়ারি মাসে ক্রীড়া দফতরের পাশাপাশি পরিবহণ দফতরের দায়িত্ব পান মদন মিত্র। কিন্তু চিটফান্ড মামলায় ২০১৪ সালের ডিসেম্বর মা তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার আগেই মন্ত্রীপদ থেকেই ইস্তফাও দেন। ২০১৬ সালে জেলে থাকা অবস্থাতেই মদন মিত্র কে কামারহাটি বিধানসভায় প্রার্থী করেন মমতা। কিন্তু সেই লড়াইয়ে জিততে পারেনি তিনি। ২০১৭ সালে মদন মিত্র জেল থেকে জামিনে মুক্তিপান। ২০১৯ সালে ফের ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে দলত্যাগী অর্জুন সিংহের পুত্র পবন সিংহের বিরুদ্ধে প্রার্থী হয়ে ফের জয় লাভ করতে অক্ষম হন। কিন্তু ভরসা হারাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ২,০২১ সালে আবারও কামারহাটিতেই তৃণমূল প্রার্থী করা হয় সোশ্যাল মিডিয়া তে জনপ্রিয় এই নেতাকে।

২০২১ এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়কে ৩৫,৪০৮ ভোটে হারিয়ে তৃতীয়বারের জন্য কমারহাটি থেকে বিধায়ক হন মদন। তাঁর অনুগামীদের আশা ছিল, ‘মদন মিত্র কে মন্ত্রী করবেন মমতা।’ কিন্তু সোমবার দেখা গেল, এবারের মন্ত্রীদের তালিকায় নাম নেই রঙিন মেজাজের এই রাজনীতিকের।

Related posts

পার্থ চ্যাটার্জির পর কে? কেন্দ্রীয় সংস্থার রাডারে রয়েছে আর কোন কোন তৃণমূল নেতা?

News Desk

জেলেই থাকতে চেয়ে আবেদন! বেরোতে চান না বাইরে! কিসের ভয় পাচ্ছে অর্পিতা মুখার্জি!

News Desk

শোভন চ্যাটার্জী কে আইনি নোটিস জারি করল রত্না চ্যাটার্জীর ভাইয়ের সংস্থা: গোলপার্কের ফ্ল্যাট খালি করার নির্দেশ

News Desk