প্রায় রোজই করোনা নিয়ে নতুন নতুন গবেষণা চলছে। একটার পর একটা অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে আসছে। কয়েক দিন আগে এক গবেষণায় দেখা গিয়েছে যে চোখের জল থেকে করোনা সংক্রমণ সম্ভব। এই তথ্য যাচাই করতে অমৃতসরের এক সরকারি মেডিক্যাল কলেজে গবেষণা চলে। সেই গবেষণার তথ্য অনুযায়ী করোনা সংক্রমণ সব থেকে বেশি ছড়ায় প্রশ্বাস নিঃশ্বাসের ড্রপলেট থেকে। কিন্তু শুধুমাত্র এই এক উপায়েই যে করোনা ছড়ায় সে তথ্য সম্পূর্ণ রূপে ভুল। আরও বেশ কয়েকটি উপায়ে করোনা ছড়াতে পারে যেমন মুখ বা কনজাংটিভাল নির্গমন।
এই গবেষণায় উঠে এসেছে যে যিনি করোনা সংক্রমণ দ্বারা আক্রান্ত তার চোখের জলের দ্বারা অনায়াসেই ছড়িয়ে যেতে পারে করোনা ভাইরাস। এই ব্যাপারে যাচাই করতে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা দুদিন আগে করোনা আক্রান্ত যারা হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের থেকে নেওয়া হয়েছে। এই করোনা আক্রান্ত দের চোখের জল সংগ্রহ করা হয় তাদের ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে। সাথে সাথে আর্টিপসিয়ার টেস্ট করেন এই আক্রান্তদের। এই পরীক্ষা মোট ১২০ জন রোগীর উপর চালানো হয়। ঠিক এরপরই গবেষকরা দাবী করেছেন যে এই করোনা সংক্রমণ ছড়াতে পারে করোনা রুগীর চোখের জল থেকে। এক রিপোর্ট প্রকাশ হয়েছে এই ব্যাপারে। যেখানে এও বলা হয়েছে যে আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আপনার চোখে কিছু সমস্যা না হয়েও আপনি করোনা আক্রান্ত।
যদিও শেষ রিপোর্ট অনুযায়ী ভারতে করোনায় দৈনিক মৃত্যুহার ও সংক্রমণ কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় ৪২২ জনের মৃত্যু হয়েছে দেশে। একদিনে ৪০ হাজার ১৩৪ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯৪৬ জন সুস্থ হয়েছেন। দেশে এখনও পর্যন্ত ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮ মোট আক্রান্তের সংখ্যা। ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮ অ্যাক্টিভ কেসের সংখ্যা। ৩ কোটি ৮ লক্ষ ৫৭ হাজার ৪৬৭ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।