Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

‌রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা, ফের কি দলবদল। বাড়ল জল্পনা

মুকুল রায়ের মন্তব্যের পর এবার তৃণমূলে ফিরে আসা নিয়ে জোমন্ত্রিত্বর জল্পনা শুরু হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কে ঘিরে। এমন কী মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার ডোমজুড়ের পরাজিত বিজেপি বিধায়ক বলেন ,‘‌যত দিন বেঁচে থাকব, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করব।’‌

‌রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা, ফের কি দলবদল। বাড়ল জল্পনা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য বাংলার মূখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর পরই বিজেপি নেতার মুখে এই ধরনের প্রশংসা সকলের মনেই কৌতুহলের উদ্রেক করেছে, তাহলে কী আবারও রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে? এর আগে দল বদল করা অন্য এক বিজেপি নেতা প্রবীর ঘোষালের মুখেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল।

তবে তৃণমূলে যোগদান করবেন কিনা এই নিয়ে অবশ্য এই বিজেপি নেতা কোনও বক্তব্য রাখেন নি। এই নিয়ে প্রশ্ন করা হলে তাঁর ছোট্ট জবাব, এই নিয়ে কোনও মন্তব্য করব না। কে জল্পনা ছড়িয়েছেন জানি না। গত বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করলেও রাজীব বন্দ্যোপাধ্যায় এবারে ডোমজুড়ে হেরে যান। হারের পর তার প্রতিক্রিয়া, হারের কারণ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এই দিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রীর ভুয়সী প্রশংসা শোনার পর সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, তিনি কী মুখ্যমন্ত্রীকে জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গেও রাজীব সংক্ষিপ্ত জবাব, সেটা সংবাদমাধ্যমের সামনে কেন বলব?‌

প্রসঙ্গত, এবারে বিধানসভা ভোটের ঠিক আগ দিয়ে দলীয় পদ ও মন্ত্রিত্থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থেকে ইস্তফা দিয়ে চোখের জলও ফেলেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মায়ের মতো বলে আবেগ প্রবণ হলেও কিছুদিন পর থেকেই
নির্বাচনী প্রচারে নেমে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেই লক্ষ্য করেই আক্রমণ শানিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

Related posts

নারদ মামলায় গ্রেফতারিতে নতুন মোড়, চার অভিযুক্তের জামিনে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

News Desk

মান-সম্মান সব চলে গেল! ইডির হাতে গ্রেফতার হয়ে আফোসস করছেন তৃণমূলের মহাসচিব

News Desk

‘সংবিধান কে মানুন’, শীতলখুচি সফর ঘিরে মমতার চিঠির উত্তর দিলেন রাজ্যপাল

News Desk