Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন্দ্রকে আবারও চিঠি মমতার: এবার মেডিসিন আর চিকিৎসা সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহারের করার দাবি জানালেন।

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে। ফ্রি তে করোনাভাইরাসের ভ্যাকসিন এবং অক্সিজেনের অভাব পূরণ করতে আগেই চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় ভ্যাকসিনের দামের যাতে রাজ্য এবং কেন্দ্রের জন্যে একই থাকে সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে রাজ্য সরকার। এবার আবারও রাজ্যের মানুষের কথা ভেবে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামকে নিঃশুল্ক করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রকে আবারও চিঠি মমতার: এবার মেডিসিন আর চিকিৎসা সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহারের করার দাবি জানালেন।

ঠিক কি জানিয়েছেন তিনি এই চিঠি তে। জানা যাচ্ছে করোনা তে প্রয়োজনীয় সামগ্রী যেমন অক্সিজেন সিলিন্ডার আর কোভিড- এর ওষুধের উপর থেকে জিএসটি–সহ আরও নানা কর ছাড় দেওয়ার অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে ‘‌বাকি দেশের মতো এই রাজ্যেও সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছে। আমরা প্রত্যেকেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজেদের মতন করে চেষ্টা করছি। ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর যাতে অভাব না পড়ে তা নিশ্চিত করতে বিভিন্ন উৎসকে কাজে লাগানো হয়েছে। অনেক প্রাইভেট সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, এজেন্সি ইত্যাদি ছাড়া বহু ব্যক্তিও চিকিৎসা সামগ্রী ক্রয় করার ব্যাপারে বা যোগান দিতে সরকারকে সাহায্য করছে। এই সমস্ত সংগঠনগুলির দাবি, যাতে করোনার চিকিৎসায় ওষুধ এবং চিকিৎসা–সামগ্রী থেকে জিএসটি মকুব করা হয়।’‌

ঠিক কোন কোন জিনিসের উপর কর মকুবের আবেদন করা হয়েছে?‌ চিঠিতে বলা হয়েছে, ভেন্টিলেটর, আইসিইউ সরঞ্জাম, অক্সিজেন কনসেন্ট্রেটর, বাইপ্যাক মেশিন, সিলিন্ডারের ইত্যাদির মতো সামগ্রীর উপর আমদানি শুল্ক মুকিব করার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থাগুলি। জিএসটির মান নির্ধারণের ক্ষেত্রটি যেহেতু কেন্দ্রীয় সরকারের আন্ডারে তাই আমার আবেদন থাকবে যাতে এগুলি থেকে জিএসটি, আমদানি শুল্ক এবং বাকি কর প্রত্যাহার করা যায়। এখনও অবধি কেন্দ্রের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related posts

সব কিছু মনে রাখার নয় ভুলে যাওয়ারও রয়েছে প্রয়োজন মস্তিষ্কের জন্যে। কেন জেনে নিন?

News Desk

গায়ে হাত তুলে আবারও গ্রেফতার পুনম পান্ডের স্বামী! মারধরের কারণে হাসপাতালে পুনম

News Desk

প্রেমিকার বেডরুমে শুয়ে শুয়ে প্রেমিকের ১০ কোটি টাকা আয়, হতবাক সকলে!

News Desk