Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দেশ জুড়ে রবীন্দ্রজয়ন্তী পালন আজ। শ্রদ্ধাজ্ঞাপন মমতা, মোদী, অমিত শাহের।

আজ ২৫শে বৈশাখ। বিশ্ব কবির ১৬০তম জন্মজয়ন্তী। বিশ্বসাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভার জন্ম বার্ষিকীতে শুধুমাত্র বাঙালি নয় আপামর ভারতবাসীর শ্রদ্ধার্ঘ্য। করোনা আবহে বিধী মেনেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের প্রিয় ঠাকুরের জন্ম বার্ষিকী।

শ্রদ্ধাজ্ঞাপনে পিছিয়ে নেই মূখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী কেউই। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে টুইটারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই।

করোনার কারণে ভার্চুয়ালি রবীন্দ্র জয়ন্তী পালন করার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। টুইটারে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওঁর আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি’।

দেশ জুড়ে রবীন্দ্রজয়ন্তী পালন আজ। শ্রদ্ধাজ্ঞাপন মমতা, মোদী, অমিত শাহের।

নির্বাচনের ভোটের আগ দিয়ে পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে একাধিক বার নরেন্দ্র মোদী রবীন্দ্র নাথ ঠাকুরের কবিতার পাঠ করেছেন। কবিগুরুর বিভিন্ন পংক্তির আশ্রয় নিয়েছেন বহুবার। ভোটের পরেও তিনি বিশ্বকবি কে ভোলেন নি।

টুইটারে শ্রদ্ধা জানাতে গিয়ে ইংরাজির পাশাপাশি বাংলাতেও প্রধানমন্ত্রী লিখেছেন, ‘রবীন্দ্র জয়ন্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার প্রণাম। প্রার্থনা করি, তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে তাঁর আদর্শ আমাদের উৎসাহ ও শক্তি প্রদান করবে’।

দেশ জুড়ে রবীন্দ্রজয়ন্তী পালন আজ। শ্রদ্ধাজ্ঞাপন মমতা, মোদী, অমিত শাহের।

প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইটারে বাংলায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। অমিত শাহ লিখেছেন, ‘জ্ঞান ও দর্শনের উজ্জ্বল জ্যোতিষ্ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহুমুখী প্রতিভা এবং মহান ব্যক্তিত্ব দিয়ে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে মেলে ধরেন। তাঁর উচ্চ বিচারধারা জাতীয় চেতনাকে এক অনন্যরূপ প্রদান করে, যা স্বাধীনতা আন্দোলনকে দেয় নতুন গতি। এমন মহামানবের চরণে শতকোটি প্রণাম’।

দেশ জুড়ে রবীন্দ্রজয়ন্তী পালন আজ। শ্রদ্ধাজ্ঞাপন মমতা, মোদী, অমিত শাহের।

Related posts

অসহায় বৃদ্ধাকে বসিয়ে রেখে উধাও ছেলে, অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে মা, তারপর!

News Desk

দড়ির তৈরি অন্তর্বাস পরে নাচার ছবি উরফি জাভেদের, নেটিজনরা বললেন- মশার কয়েল নাকি?

News Desk

অদ্ভূত পেশা! অন্যের হয়ে লাইনে দাঁড়িয়েই দিনে ১৬ হাজার টাকা উপার্জন হয় যুবকের!

News Desk