উত্তরপ্রদেশের কুশীনগরে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। যেখানে বিয়ের অনুষ্ঠানে কুয়োয় পড়ে ১৩ জন মহিলা ও বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন বাচ্চা মেয়েও রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কার্য চলছে এবং প্রায় ২৫ জন কুয়োর ভেতর পড়ে গেছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কুয়োটি একটি আরসিসি (RCC) স্ল্যাব দিয়ে আচ্ছাদিত ছিল এবং গায়ে হলুদ অনুষ্ঠানের সময় প্রচুর সংখ্যক মহিলা সেটার উপরে দাঁড়িয়েছিলেন। এ সময় সেই স্ল্যাব ভেঙে সবাই কুয়োর ভেতর পড়ে যায়।
মর্মান্তিক এই ঘটনার বেশ কয়েকটি ছবি গণমাধ্যমে দেখা গেছে। যেখানে হতাহতদের আত্মীয়-স্বজনকে বিয়ের সাজ পোশাক পরেই হাসপাতালে নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়।
এই দুর্ঘটনাটি ঘটেছে কুশিনগর জেলার নেবুয়া নৌরাঙ্গিয়া এলাকায়। এই অনুষ্ঠানটিকে ওই জেলার নৌরাঙ্গিয়া এলাকায় স্থানীয়ভাবে ‘মাটকোদভা’ বলা হয়। ডিএম কুশিনগর এস রাজালিঙ্গম সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় জানিয়েছেন যে “আমরা জানতে পেরেছি যে দুর্ঘটনাক্রমে কুয়োয় পড়ে ১৩ জন মারা গেছে এবং আরও দুজন গুরুতর আহত হয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে, যেখানে কিছু লোক একটি কুয়োয় স্ল্যাবের উপর বসে ছিল এবং অতিরিক্ত ভার হয়ে যাওয়ার কারণে কুয়োর স্ল্যাবটি ভেঙে যায়। তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে মৃতের স্বজনদের ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
নরেন্দ্র মোদি টুইটারে শোক প্রকাশ করে বলেন , ‘উত্তরপ্রদেশের কুশিনগরে দুর্ঘটনা মর্মান্তিক। যারা এতে নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। সাথে সাথেই এই ঘটনায় যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যতরকম সম্ভব সেই সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’