Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হোয়াটসঅ্যাপ স্টেটাস ঘিরে তুলকালাম! সংঘর্ষের জেরে প্রাণ হারালো ১ জন

প্রতিবেশী কিশোরীর কাছে আপত্তিজনক হয়ে দাঁড়ায় এই তরুণীর হোয়াটসআপ স্ট্যাটাস। একে অপরের বান্ধবী তারা। কিন্তু ওই হোয়াটসআপ স্ট্যাটাস ঘিরে দুই পরিবারের অশান্তির জেরে এক মহিলা প্রাণ হারালেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পালঘর জেলা, মহারাষ্ট্রে। গত ১০ই ফেব্রুয়ারী রীতিমতো দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত বছর চল্লিশের ওই মহিলা হাসপাতালে ভরতি ছিলেন। তাঁর গতকাল মৃত্যু হয়। প্রতিবেশী পরিবারের দুই মহিলা-সহ তিনজনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবার মহারাষ্ট্রের পালঘর জেলার বইসরের শিবাজি নগরে থাকে। সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়েছিলেন বছর কুড়ির তরুণী প্রীতি প্রসাদ। যা প্রীতির প্রতিবেশী তথা বান্ধবীর (১৭) পছন্দ হয়নি। কিশোরীর ধারণা হয়, তাকে উদ্দেশ্য করেই। এরপরেই প্রীতির বাড়িতে কিশোরী তাঁর ভাই ও মাকে সঙ্গে নিয়ে চড়াও হয়। প্রীতি ও তাঁর মা বছর চল্লিশের লীলাবতী দেবী প্রসাদ সেই সময় ছিলেন বাড়িতে। অভিযোগ, ওই কিশোরী, তার মা ও ভাই দু’ জনকে বেধড়ক মারধর করে। যার ফলে লীলাবতী দেবী গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল মহিলার মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।

পুলিশ জানিয়েছে, আগে থেকে অসুস্থ ছিলেন মৃত মহিলা। তবে রবিবার তাঁর মৃত্যু হয়েছে সংঘর্ষের কারণেই জখম হয়ে। পুলিশ ওই হোয়াটসঅ্যাপ স্টেটাসে কী ছিল, তা অবশ্য জানাতে চায়নি। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে কিশোরী, তার মা ও ভাইয়ের বিরুদ্ধে বলেও জানিয়েছে পুলিশ।

বয়সরের পুলিশ আধিকারিক সুরেশ কদম বলেন, “হোয়াটসঅ্যাপ স্টেটাসে কী ছিল তা আমি বলব না। তবে বিষয়টিকে এতটা গুরুত্ব দেওয়া উচিত হয়নি কিশোরীর। কিশোরীকে বিশেষ  সংশোধনাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।

Related posts

আজব প্রেম: বিধবা বোন পড়লো ভাইয়ের প্রেমে, পঞ্চায়েত ডাকল পরিবার! তারপর..

News Desk

করোনা আক্রান্ত হওয়ার কতদিন পর অবধি শরীরে অ্যান্টিবডি উপস্থিত থাকে, জানালেন বিশেষজ্ঞরা

News Desk

ভারতে তৃতীয় ঢেউ বয়ে আনতে পারে ওমিক্রন! কবে নাগাদ প্রভাব পড়বে? জানালেন গবেষকরা

News Desk