Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং বিনোদন

সঙ্গীত জগতে আবারো ইন্দ্রপতন! চির নিদ্রায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী!

চির নিদ্রায় সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বুধবার সকাল বেলাই মিলল এই শোকসংবাদ। গতকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, আজ তাঁর শেষকৃত্য, এরই মাঝে হঠাৎই জানা গেল মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী (Legendary Musician Bappi Lahiri is No More)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রসঙ্গত গত এপ্রিল মাসে বাপ্পি লাহিড়ী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরির অবস্থা কিছুটা খারাপ ছিল বলে খবর। এক সময় তো এও রটে যায় বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) নাকি তাঁর কণ্ঠস্বর হারিয়েছেন। বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী অবশ্য সেই সময় সংবাদ মাধ্যম কে জানিয়েছিলেন তাঁর বাবা চিকিৎসকের পরামর্শে গলাকে বিশ্রাম দিচ্ছেন মাত্র। জানা গেছে দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড থেকে টলিউড সর্বত্র।

বলিউডের অন্যতম সফল সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পি। কিংবদন্তি সুরকার বাপ্পি লাহিড়ীর প্রকৃত নাম অলোকেশ লাহিড়ী। কিন্তু এই নামে তাঁকে কেই বা চেনে? গোটা সঙ্গীত বিশ্ব তাঁকে চেনে বাপ্পি লাহিড়ী নামেই। বাপ্পি লাহিড়ীর জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। মাত্র ৩ বছর বয়স থেকেই তাঁর তবলা বাজানোর তালিম শুরু হয়। প্রথম বাংলা ছবিতে সুরকার হিসেবে কাজ করেন দাদু যেটি মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। এরপরে মাত্র ১৯ বছর বয়সেই মুম্বাই পাড়ি দেন তিনি। ১৯৭৩ সালে হিন্দী চলচ্চিত্র নানহা শিকারী ছবিতে তিনি প্রথম তিনি গান রচনা করেন। এরপরে ১৯৭৫-এ বাপ্পি পেয়ে যান জাখমি ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক এর অফার। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সত্তর আশির দশকে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ী। ডিস্কো গানে এক নতুন মাত্রা এনে দিয়েছিলেন। সেই গানগুলি এখনও মানুষের মনে অমলীন। ১৯৮৬ সালে গিনিশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন বাপ্পি লাহিড়ী ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে। বলিউডে ৫০ বছর কাটিয়ে ফেলেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যে।

Related posts

ডজনখানেক কোবরা সাপের মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ব্যাক্তি! অলৌকিক ক্ষমতা নাকি অন্য কিছু

News Desk

ধোনির অন্ধ ভক্ত! প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে ১৪৩৬ কিমি পায়ে হেঁটে পার করলেন যুবক

News Desk

কৃষকের মৃতদেহ নিয়ে থানায় গোটা গ্রাম, উঠলো পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

News Desk