Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিপজ্জনক কন্ডোম! প্রথম সঙ্গমের আনন্দ দুঃখে পরিনত হল

মারাত্বক এলার্জির সম্মুখীন হতে হল যৌন সঙ্গমের পরেই, এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মহিলা যৌন প্রশিক্ষক এবং মডেল ব্রায়ানা অ্যালেক্সিস। এই বক্তব্য ঘিরে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে। এই মডেলের বক্তব্য হল তার প্রচন্ড এলার্জি আছে কন্ডোমে। তাই যতবারই সঙ্গম করেছেন প্রত্যেকবার সঙ্গমের পরই তিনি ভুগতেন। তবে বর্তমানে তিনি তার যৌন জীবন উপভোগ করতে পারেন।

আসলে ঠিক কি হয়েছিল? বছর ২৬ এর এই তরুণীর মতে তিনি ১৮ বছর বয়সে প্রথমবার যৌন সংগমে লিপ্ত হন। তিনি ব্যবহার করেছিলেন কন্ডোম সচেতনভাবেই । তুমুল আনন্দ পেয়েছিলেন সঙ্গমের প্রতি মুহূর্তে, জানান ব্রায়ানা। এমনকী, আজও ভুলতে পারেননি তিনি সেই অভিজ্ঞতার কথা , জানান এই মহিলা যৌন প্রশিক্ষক। কিন্তু, তারপরেই যে ভয়াবহ অভিজ্ঞতার সামনে আসতে হবে , তা স্বপ্নেও ভাবতে পারেননি এই তরুণী। ব্রায়ানা জানান, তিনি এত ব্যাথা পেয়েছিলেন সঙ্গমের পর যে ঠিক করে চলাফেরা পর্যন্ত করতে পারছিলেন না। এমনকী, হাসপাতালে পর্যন্ত তাঁকে যেতে হয়। পরবর্তী তিনদিন তিনি সঙ্গমে লিপ্ত হতে পারেননি, জানান ওই তরুণী। শুধুমাত্র একবার নয়, তিনি সঙ্গমে লিপ্ত হয়েছেন এরপর যতবার ততবার সমস্যায় পড়েছেন ওই তরুণী। তাঁর সঙ্গে ঠিক কী সমস্যা হচ্ছে দীর্ঘদিন তিনি বুঝতে পারেননি। কিন্তু, ব্রায়ানা ২১ বছর বয়সে জানতে পারেন কন্ডোমের থেকে অ্যালার্জি রয়েছে তাঁর। এমনকী, তাঁর দেহে লাল দাগ দেখা যেত কন্ডোম ব্যবহার করলে।

নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে ব্রায়ানা বলেন, ‘আমার সমস্ত বন্ধুরা সঙ্গমে অত্যন্ত তৃপ্ত বলত। কিন্তু, আমি নিজের মিল খুঁজে পেতাম না তাঁদের অভিজ্ঞতার সঙ্গে। পরে যখন আমার কন্ডোম থেকে অ্যালার্জি রয়েছে, আমি বুঝতে পারি তখন আমি বিকল্প হিসেবে নন ল্যাটেক্স কন্ডোম ব্যবহার করতে শুরু করি। এখন আর আমার বিশেষ সমস্যা হয় না।

ব্রায়ানা জানান, বর্তমানে কন্ডোম তিনি নিজেই সঙ্গে রাখেন। কারণ অনেকের কাছেই থাকে না নন ল্যাটেক্স কন্ডোম এবং তার দামও অনেক বেশি। কিন্তু, তিনি এই ধরনের কন্ডোমেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ব্রায়ানার কথায়, ‘ অত্যন্ত মধুর হয় সঙ্গমের অভিজ্ঞতা। কিন্তু, কন্ডোমের সমস্যা তা আমার কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল।’ বর্তমানে যৌন প্রশিক্ষক হিসেবে কাজ করেন এই তরুণী।

Related posts

হাসপাতাল বেড–অক্সিজেনের হাহাকার, মারা যাচ্ছে করোনা রোগীরা, কার্যত অসহায় রাজ্যের চিকিৎসকরা

News Desk

শপিং মলে বাজছে দুঃখের গান! এই কারণেই গোটা মল জুড়ে তাণ্ডব চালালেন মহিলা, তারপর…

News Desk

৮ মাসের শিশুর প্রাণ বাঁচাতে অলিম্পিক্সে জেতা রুপোর পদক বিক্রি! অনন্য নজির অ্যাথলিটের

News Desk