Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শীতে স্নান করা নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের জের! বাড়ী ছেড়ে চলে যাওয়া বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

করোনা ভাইরাসের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। এই রকম অবস্থায় এক বৃদ্ধ হোমিওপ্যাথ শীতে স্নান করা নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে দিলেন। পুলিশ তাকে উদ্ধার করে দীর্ঘ ৯ দিন পর বাড়ি ফিরিয়ে আনলো। উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘটনা। হাঁফ ছেড়ে বেঁচেছেন পরিবারের সদস্যরা বাড়ির কর্তাকে ফিরে পেয়ে।

স্নান করা নিয়ে তাঁর স্ত্রীর বিবাদ বাঁধে বনগাঁ শহরের রেটপাড়ার বাসিন্দা কান্তি চক্রবর্তীর সঙ্গে। ঠান্ডা লাগার ভয়ে প্রচণ্ড শীতে স্নান করতে রাজি ছিলেন না ৬২ বছরের কান্তিবাবু। রোগী দেখে ফিরলে স্নান করতেই হবে স্ত্রীর নির্দেশ । ওদিকে গত ১৫ জানুয়ারি ঘর ছাড়েন তিনি এই নিয়ে বিবাদের জেরে। ওদিকে খোঁজ শুরু হয়। বৃদ্ধ হোমিওপ্যাথের এলাকা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই খোঁজ দিতে পারেননি। পুলিশে নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধের ছেলে এর পর।

রবিবার রাতে এক বৃদ্ধকে উদ্ধার করেন পুলিশকর্মীরা মানকুন্ডু স্টেশন থেকে। রীতিমতো কাঁপছিলেন তিনি বৃষ্টির রাতে ঠান্ডায়। পুলিশকর্মীরা ভদ্রেশ্বর থানায় নিয়ে যান তাঁকে উদ্ধার করে। এর পর স্তম্ভিত তাঁরাও গোটা ঘটনা শুনে।

কান্তিবাবু জানান, হাওড়া থেকে ট্রেনে ওঠেন তিনি বাড়ি থেকে বেরিয়ে। এর পর সোজা চেন্নাই চলে যান। হাওড়ার ট্রেনে ওঠেন তিনি সেখানে দিন কয়েক কাটিয়ে। গভীর রাতে মানকুন্ডু স্টেশনে নেমে পড়েন ব্যান্ডেল ভেবে।

ঘটনার কথা জানানো হয় এর পর ভদ্রেশ্বর থানা থেকে বনগাঁ থানায়। কান্তিবাবুর ছেলেকে খবর দেন বনগাঁ থানার পুলিকর্মীরা। সোমবার বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসেন ছেলে ভদ্রেশ্বর থানা থেকে। বাড়ি ফেরার সময় বৃদ্ধ জানিয়েছেন, ‘রাগ হয়েছিল বটে, এখন সেরে গেছে।’

Related posts

ফেসবুক থেকে মহিলাদের ছবি চুরি করে এডিট করতেন ট্রাক চালক, তারপরেই শুরু হতো ভয়ঙ্কর খেলা

News Desk

শুধুই গালাগালি দিয়ে পুলিশকে ১২ হাজার বার ফোন করলেন মহিলা! অতঃপর

News Desk

৪ ডিসেম্বর: নৌবাহিনী দিবস থেকে সতীপ্রথা বিলোপ, স্মরণীয় ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk