Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাতে ঘুমিয়ে ঘুম ভাঙলো ১৬ দিন পর! অভিশপ্ত ঘুমে তছনছ হয়ে গেল মহিলার জীবন

কখনো কখনো এমন অনেক ঘটনা ঘটে যায় যা বিশ্বাস করা কঠিন। কিন্তু বাস্তব হল সেই সমস্ত ঘটনা মানুষের সাথে ঘটে। যা শুনতে অবাক লাগলেও মেনে নিতে হয় যার সাথে হয় তাকে। অন্যান্য মানুষের কাছে এমন ঘটনা দুঃস্বপ্নের মতো লাগলেও যার সাথে হয় তাকে সেটা নিয়ে জীবনে এগিয়ে চলতে হয়। তেমনি হয়েছে এই মহিলার সাথে। প্রতিদিনের মতোই বাকি সব সাধারণ মানুষের মতন ঘুমাতে গিয়েছিলেন তিনি। নিশ্চিন্তে। কিন্তু তার সেই নিশ্চিন্তের ঘুম পরদিন সকালে ভাঙেইনি। যখন ভাঙলো ততক্ষণে তার জীবন ওলট-পালট হয়ে গেছে। তার এই ভয়ংকর ঘুম ভাঙলো তার পেছনের জীবনের কুড়ি বছরের স্মৃতি লোপ পাইয়ে। ভাবছেন কতক্ষণে ভেঙেছিল তার এই ঘুম! শুনতে অবাক লাগলেও এই মহিলার সেই রাতের ঘুম ভাঙতে সময় লেগেছিল ১৬ দিন (Woman Wakes Up From Sleep After 16 Days and Lost Memory)। আর তারপরেই তার আর মনে থাকল না কিছু। এই ঘটনার সাক্ষী থেকেছে ইংল্যান্ড।

অবাক লাগলেও ঠিক এমনটাই ঘটেছে ইংল্যান্ডের এসেক্সের বাসিন্দা ক্লেয়ার মুফেট-রিসের সাথে। ৪৩ বছর বয়সী ক্লেয়ার পেশায় সাংবাদিক। তার স্বামী ৪৪ বছর বয়সী স্কট একটি ফিটিং কোম্পানির অধিকারী। এই দম্পতির রয়েছে দুই সন্তান। তাদের বয়স যথাক্রমে ১১ বছর আর ৯ বছর। স্বামী এবং সন্তানদের নিয়ে দিব্যি চলছিল ক্লেয়ার জীবন।কিন্তু এই অভিশপ্ত রাত পাল্টে দিল সব কিছু।

রোজকার মতোই ঘুমোতে গিয়ে যখন ওই মহিলার ঘুম ভাঙলো না তার স্বামী তাকে নিয়ে ছুটল হসপিটালে। চিকিৎসকরা সেখানে তাঁকে জানান, তার স্ত্রী একটি ভাইরাসে আক্রান্ত হয়েছেন যার নাম এনসেফালাইটিস। যেটা প্রকাশ পেয়েছিল বেশ কিছুটা সময় নিয়ে। বহু হাসপাতাল ঘুরে অবশেষে এক জায়গায় ক্লেয়ার চিকিৎসার ব্যবস্থা হয়। ভেন্টিলেটরে রাখা হয় তাকে। হাসপাতালের নিউরোলজিস্টরা তার স্বামীকে জানান, এনসেফালাইটিসের কারণে ক্লেয়ার তার মস্তিষ্ক ফুলে গেছে , এবং ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তার বেঁচে থাকার সেইভাবে আশা দেয়নি চিকিৎসকরা কিন্তু অলৌকিকভাবে ১৬ দিন পর চোখ খোলেন ক্লেয়ার।

কিন্তু লোপ পেয়ে যায় তার বিগত কুড়ি বছরের স্মৃতি। ক্লেয়ার যেন ফিরে গেছে নিজের কিশোরী সময়। সে তার ছোটবেলার আত্মীয়দের কথা জিজ্ঞাসা করতে থাকে যারা আর বেঁচে নেই। তার স্বামী বুঝতে পারে না কি করবে। সে চেষ্টা করে তাদের কথা তাকে মনে করানোর। যা শুনে ক্লেয়ার হতভম্ব হয়ে যান তার তো কিছুই মনে নেই। অবশ্য নিজের সন্তানদের অল্প অল্প মনে করতে পেরেছে সে। জানা গিয়েছে ক্লেয়ার আস্তে আস্তে স্মৃতি হারানো এই জীবনের সাথে যুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে।

Related posts

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই সুস্থ হচ্ছে দেশ, কমছে মৃত্যু এবং অ্যাক্টিভ কেস

News Desk

বিয়ে শুরুর ঠিক আগের মুহূর্তে ফোনে এমন কি মেসেজ এলো যে বিয়েই ভেঙে দিল বর! জানুন ঘটনাটা

News Desk

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৮, দেশের করোনাগ্রাফ নিম্নমুখী হলেও চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন

News Desk