Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা কালে ব্যবসায় মন্দা! মর্নিং ওয়াকে বেরিয়ে আবাসনের ছাদ থেকে মরনঝাঁপ ব্যবসায়ীর

আত্মহত্যার মামলা রুজু করে তিলজলার এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। সকালের দিকে ভীষণ ভারী কিছু পড়ার আওয়াজ পাওয়া যায় ফুটপাতে। তারা তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে দেখেন ফ্লাট ৩বি-র বাসিন্দা সুরজ আগরওয়াল ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। আপাতত সূত্র মারফত যা জানা গিয়েছে তা হল ওই ব্যক্তি ব্যবসার মন্দায় খুব অবসাদে ভুগছিলেন বেশ অনেক দিন ধরেই। সেই অবসাদের থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গিয়েছে। সহায়সম্বলহীন পরিবার আচমকা তাঁর এই মৃত্যুতে। ঘটনার আকস্মিকতায়।

পুলিশ সূত্রে খবর, সুরজ আগরওয়াল তিলজলা রোড এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি বছরের চুয়াল্লিশের। তিনি পুরনো গাড়ি কেনাবেচা করতেন। জানা গিয়েছে, তাঁর ব্যবসায় মন্দা চলছিল করোনা কালে লকডাউনের (Lockdown)পর থেকে। পরবর্তীতে ব্যবসার হাল ফেরাতে ব্যর্থ হন সুরজ বহু চেষ্টা সত্ত্বেও। বহু দেনা করেছিলেন বাজার থেকে এর জন্য। কিন্তু তারপরও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবার উন্নতি না হওয়ায় সূত্রে খবর।

পরিবার নিয়ে থাকতেন সুরজ আগরওয়াল তিলজলার একটি বহুতল আবাসনের চারতলায়। সঙ্গে স্ত্রী, সন্তান ছিলেন। তবে স্ত্রী সন্তানকে নিয়ে বাপেরবাড়ি চলে যান দিন দুই আগে। সুরজ একাই ফ্ল্যাটে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল সাড়ে ৬টা নাগাদ শনিবার তিনি ফ্ল্যাটের ছাদে ওঠেন। প্রতিদিন নিয়ম করে মর্নিং ওয়াক (Morning Walk) করার অভ্যাস ছিল এই সময় সুরজের। তাই তাঁকে ছাদে উঠতে দেখে এদিনও কারও কোনও সন্দেহ হয়নি। তিনি এরপরই ছাদ থেকে আচমকা ঝাঁপ দেন।

পথচলতি মানুষজন দেখেন, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় তিলজলা থানায়। পুলিশ দেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠায় ঘটনাস্থলে গিয়ে। তাঁকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। এরপর নাম-পরিচয় জানা যায় ওই ব্যক্তির। চূড়ান্ত বিস্মিত স্ত্রী নিজের অনুপস্থিতিতে এমন একটা ঘটনা ঘটে যায়। পরিবার শোকে পাথর।

Related posts

জীবনে প্রথমবার পর্ন দেখতে গিয়ে শিউরে উঠলেন কিশোরী! দেখতে পেলেন নিজেরই মা বাবা কে!

News Desk

দেশে যুদ্ধ! তাই রাশিয়ার বর আর ইউক্রেনের কনে বিয়ে করতে পৌঁছলো ভারতে! তারপর…

News Desk

এলিয়েনের সঙ্গে ডেট করছেন মহিলা!’ দাবী যৌনজীবন মানুষের চেয়ে অনেক ভালো

News Desk