Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

স্বামীর এত বড় পুরুষাঙ্গে আপত্তি স্ত্রীর! বাধ্য হয়েই স্বামী করলেন এই কাজ

স্বামীর পুরুষাঙ্গের আকৃতি অতিরিক্ত বড়। আর সঙ্গমের সময় এই বিষয় নিয়ে বারংবার নিজের স্বামীর কাছে অভিযোগ জানাতেন স্ত্রী। তাই অবশেষে বাধ্য হয়ে স্ত্রীর সমস্যা দূর করতে শেষমেষ নিজের পুরুষাঙ্গের আকৃতি অস্ত্রোপচার করে ছোট করে নিলেন স্বামী। জটিল অপারেশনের মাধ্যমে আকৃতি কমিয়ে নিলেন পুরুষাঙ্গের। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এক প্রদেশে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেডিওর একটি অনুষ্ঠানে নিজের পুরুষাঙ্গের বিষয়ে এমন দাবি করেছেন এক শ্রোতা। যৌনতা এবং সম্পর্ক ঘিরে একটি অনুষ্ঠানের সম্প্রচারের সময় অস্ট্রেলিয়ার একটি এফএম রেডিও চ্যানেলে ড্যান নামের এক শ্রোতা ফোন করে। তার এমন বয়ানে হতচকিত হয়ে গেছিল খোদ সঞ্চালক।

কেআইআইএস (KIIS) এফএমের ওই যৌনতা এবং সম্পর্ক বিষয়ক অনুষ্ঠানে পেশায় ট্রাকচালক ড্যান ফোন করে নিজের জীবনের একটা অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেন, তিনি জানান তার যৌনাঙ্গ (Penis) বড় হওয়ায় স্ত্রী সমস্যা হচ্ছিল। যৌন মিলনে আপত্তি জানাতেন। ফলে স্বভাবতই তাঁদের যৌন জীবনে এর কারণে প্রভাবিত হচ্ছিল বলে জানান ড্যান। তাই তার পুরুষাঙ্গ যাতে তাদের যৌন জীবনে কোনও রকম প্রভাব না ফেলে তার জন্য আর কোন পথ না পেয়ে এই পথই অবলম্বন করেন ড্যান। সিদ্ধান্ত নেন অপারেশন করিয়ে পুরুষাঙ্গ দৈর্ঘ্য কমিয়ে ছোট করবেন। এতে স্ত্রীর সম্মতি ছিল। শেষমেষ যৌনাঙ্গের অস্ত্রোপচার করিয়েও ফেলেন বলে দাবি ড্যানের।

ড্যানের এমন অদ্ভুত স্বীকারোক্তিতে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলেন শো এর সঞ্চালক জ্যাকিও। তিনি যে সত্য বলছেন তা বোঝাতে ওই শোতে ড্যান জানান কী ভাবে অপারেশন থিয়েটারে যৌনাঙ্গের অস্ত্রোপচার করা হয়। এমন অভিজ্ঞতার বর্ণনা শুনে রেডিও শো এর সঞ্চালক বলেন এমন অদ্ভুত ঘটনা জীবনে এই প্রথম শুনছেন তিনি। বলাই বাহুল্য এরপর এই ঘটনা ইন্টারনেটে বহুল চর্চিত। আর এই ঘটনা সামনে আসার পর নেটিজেনদের প্রশ্ন, এমনটা কী কখনও সম্ভব করা? সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে হাসি ঠাট্টাও কম হয়নি। কেউ কেউ আবার অবাক হয়েছেন ওই ব্যক্তির পুরুষাঙ্গ ছোট করার সিদ্ধান্ত ঘিরে।

Related posts

ফুচকা খেয়ে এক দিনেই পেটে ব্যাথায় হাসপাতালে পৌঁছলেন ৭১জন! আটক ফুচকাওয়ালা

News Desk

বিশ্বের সবচেয়ে ছোট মানুষ! গত দশ বছরে উচ্চতা বেড়েছে ১.৮ সেন্টিমিটার

News Desk

বাচ্চা ছেলে কে জ্যান্ত গিলে ফেলল কুমির, মুখে বাঁশ আটকে দিল গ্রামবাসীরা! তারপর…

News Desk