Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

1176 Hare Krishna: ফেসবুক খুললেই চোখে পড়ছে ‘১১৭৬ হরে কৃষ্ণ’! কী অর্থ এই পোস্টের?

ফেসবুক যেন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। কাজের ফাঁকে হোক কি অবসর সময় আমরা সবাই ফেসবুক স্কুল করেই থাকি প্রতিদিন। মিম, ছবি, ভিডিও ইত্যাদিতে চোখ আটকে থাকে বেশ কিছুটা সময়। কিন্তু হঠাৎই কাল থেকে ফেসবুকময় ভাইরাল একটি পোস্ট। না কোন মিম নয়, রীতিমত কৃষ্ণনাম। পোষ্টের বিষয়বস্তু শুধু মাত্র দুটি অক্ষর ”, তবে শুধু হরে কৃষ্ণই নয় তার সঙ্গেই রয়েছে ম্যাজিক নম্বর ১১৭৬। ১১৭৬ হরে কৃষ্ণ বা #1176HareKrishnaTrend গোটা ফেসবুক জুড়ে। কিন্তু হঠাৎই কেন এই পোস্ট? তার থেকেও বড় কথা এর অর্থই বা কী? এটা বোধহয় বেশির ভাগেরই অজানা। অনেকে আবার না জেনেই নিজেদের প্রোফাইল থেকে পোস্ট করছেন এই লাইন ৷

এই নম্বর লিখে পোস্ট করলে নাকি পুরন হবে মনের ইচ্ছে। যারা এই ১১৭৬ হরে কৃষ্ণ (1176 Hare Krishna) লিখে পোস্ট করছেন তাদের মধ্যে কারোর যুক্তি এটা লেখা মানেই আপনি ভাগ্যবান হতে পারেন। অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে আসবে একটি সুখবর। এমনটাই বিশ্বাস অনেক মানুষের ৷ অনেকে এটা নিয়ে মজাও করছেন ৷ আবার অনেকে দাবি করতে থাকে এই হরে কৃষ্ণ পোষ্ট করে তারা নাকি সুসংবাদ পেয়েছেন। আর সেই শুনে আরেকজন, তার থেকে আরেকজন, সাথে সাথেই আরও অনেকে এই ‘১১৭৬ হরে কৃষ্ণ’ পোষ্ট শেয়ার করতে শুরু করেন। ফেসবুক বা বা সোশ্যাল মিডিয়ার জগতে নিত্য নতুন ট্রেন্ড আসা নতুন কিছু নয়। কিন্তু এবারের কৃষ্ণ নামের ট্রেন্ড যেন একটু আলাদা। কি এর অর্থ? অনেকেরই প্রশ্ন!

১১৭৬ হরে কৃষ্ণ লেখার কোনও মানে কি সত্যিই আছে? পাশ্চাত্য দেশে ১১৭৬ (1176) কে বলা হয় অ্যাঞ্জেল নাম্বার। অ্যাঞ্জেল নম্বর 1176 ইঙ্গিত করে জীবনের সত্যকে। ইংরেজিতে এই নাম্বারের নাকি জাদু শক্তি আছে। তাদের প্রচলিত বিশ্বাস এই অ্যাঞ্জেল নাম্বার যদি ১১ বার সম্পূর্ণ বিশ্বাস, ইতিবাচক মনোভাব আর সততার সাথে উচ্চারণ করা হয় তাহলে আমাদের অন্তর্নিহিত শক্তি আর এই নাম্বারের জাদু শক্তি মিলে চমৎকার আনবে জীবনে।মনের ইচ্ছে পূরণ করার জন্য নাকি ‘লাকি’ নম্বর নাকি এই 1176। তাই এই ম্যাজিক নাম্বারের সাথে কৃষ্ণ নাম সংযুক্ত হয়ে ফেসবুকে শুরু হয়েছে এই নতুন ট্রেন্ড যা হলো ‘১১৭৬ হরে কৃষ্ণ’। এই পোস্ট নাকি বয়ে নিয়ে আসবে সৌভাগ্য। পূরণ হবে মনস্কামনা।

কিন্তু এইভাবে কি আদৌ ভাগ্য সহায় হয়? প্রশ্ন অনেকের মনে। তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর! তাই ট্রেন্ডে গা ভাসিয়ে এখন গোটা ফেসবুক জুড়েই মহামন্ত্র ‘১১৭৬ হরে কৃষ্ণ’।

Related posts

কবে , কোথায় , কি কারণে ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড (Aadhaar), জেনে নিন আজই

News Desk

কেমন হয় ঘরের বাইরে থাকা ভারতীয় নারীদের যৌনজীবন, চমকপ্রদ তথ্য সরকারি সমীক্ষায়

News Desk

শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে ভয়াবহভাবে অগ্নিদগ্ধ! মৃত দুই!

News Desk