Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

সারা পিঠে ‘লাভ বাইট’, উরফির উন্মুক্ত পিঠের ছবিতে চোখ আটকে নেটিজেনদের! কে দিল এই কামড়?

উড়ফি জাভেদ ভালো করেই জানেন বা বলা উচিত বেশ দক্ষ, কিভাবে সংবাদ শিরোনামে থাকতে হয়। উড়ফি গোটা ২০২১ সাল জুড়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার ঝড় তুলে দিয়েছেন। নয়া বছরের শুরুতেও নেটিজেনরা কাবু উড়ফিতেই।

কাটা-ফাটা পোশাক পরে কখনও, কখনও বা অন্তর্বাস দেখিয়ে কিংবা বিতর্কিত মন্তব্য করে- হামেশাই বিগ বস ওটিটি খ্যাত উরফি খবরে চলে আসেন।

কোনও পোশাক বিতর্ক নয় এবার , যে কারণে উরফি চর্চায় তা আপনাকে হয়রান করবে। ভাইরাল উরফি, খোলা পিঠে কামড়ের দাগ দেখিয়ে। এগুলো ‘লাভ বাইট’ অভিনেত্রীর কথায়। কিন্তু এই কামড় কে দিল?

একটি চেয়ারের সুবাদে উরফির পিঠের এই দশা হয়েছে। উরফি সেখান থেকেই চোট পেয়েছেন। অথচ দেখে কারুর নখের আঁচড়ে এই দশা উরফির বলে মনে হবে। নায়িকা সেই বিষয়টাকেই মজা করে লিখেছেন। তিনি লেখেন, ‘ একটা চেয়ার দিল এই লাভ বাইট গুলো! আপনারা কি বিষয়টা ভাবতে পারছেন’।

কথায় আছে, ‘তাঁকে পছন্দ করুন বা নাই করুন আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন না’। উরফি জাভেদের ক্ষেত্রে এই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। চোখ ছানাবড়া সকলের উরফির বোল্ড ফ্যাশন স্টেটমেন্টে!

হামেশাই ট্রোলড হতে হয় তাঁকে খোলামেলা পোশাকের জন্য, তবে শুধু নেটমাধ্যমে নয় কটাক্ষের মুখেও পড়েছেন উরফি পরিবারের সদস্যদের। কোনও তোয়াক্কাই করেন না তিনি বোল্ড স্টাইল স্টেটমেন্ট, খোলামেলা পোশাকে শরীর দেখিয়ে সমালোচনার শিকার হলেও।

প্রায়শই উরফি বডি শেমিং-এর মুখে পড়েছেন। তিনি জানান, ‘ কোনওদিন ফটোশপ করা হয় না আমার ছবি। তাই কখনও কখনও আমাকে ফোলা লাগে হয়ত, সম্প্রতি একটু ওজন বেড়েছে আমার । লোকজন সেই নিয়েও ট্রোল করে, কারুর ফ্ল্যাট পেট থাকতে পারে না ২৪X৭। মেয়েদের সন্তুষ্ট থাকা উচিত নিজেদের শরীর নিয়ে।

বহু সুপারমডেলই বি-টাউনে ন্যুড ফটোশ্যুট সেরেছেন। উরফি ক্যামেরার সামনে নগ্ন হবেন? তাঁর চটপট জবাব এই প্রশ্ন শুনে, ‘না, আমি কোনও জনপ্রিয়তা কুড়াতে চাই না নগ্ন হয়ে। আমি যেটা করি, সেটা এক্সপেরিমেন্ট ফ্যাশন নিয়ে। ফ্যাশনকে আমি ভালোবাসি, আমি নগ্ন হয়ে ফটোশ্যুট করব না আমাকে ভালো দেখালেও। আমি শরীর দেখাতে ভালোবাসি,তা লোকে ভাবে কিন্তু মোটেই তেমনটা নয়। শাড়িও পরি আমি। বিকিনি শ্যুটে আমি খুব স্বচ্ছন্দ নগ্ন না হলেও’।

Related posts

পর্ন ফিল্ম বানানোর অভিযোগে গ্রেফতার শিল্পা শেঠীর স্বামী ! বহু দিন ধরেই যুক্ত দাবী শার্লিন চোপড়া, পুনম পাণ্ডের

News Desk

ছোট ছেলের নাম সইফ-করিনা রেখেছেন এই মুঘল সম্রাটের নামে! প্রকাশ্যে আসতেই ট্রোলড সইফিনা

News Desk

প্রেমিকা দিশা পাটানি নয়, স্কুলে পড়ার সময় এই অভিনেত্রীর জন্যে পাগল ছিলেন টাইগার, আজ দুজনে কো-স্টার

News Desk