Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ঠিক ভাবে সেক্স করলে সঙ্গমের স্থায়িত্ব কতক্ষণ? কী বলছে এখনকার গবেষণা

পুরুষ-নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মদনা কে না চায়৷ রতিক্রিয়ায় সঙ্গী পারদর্শী না হলে ,এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিছুই হতে পারে না৷ দীর্ঘক্ষণ সঙ্গীর সঙ্গে রতিক্রিয়ায় মত্ত থাকার বাসনা রয়েছে অনেকেরই। তবে যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিত? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত এক গবেষণার ফলাফলে পাওয়া গেছে যে- সর্বোত্তম যৌন মিলনের সময়-ব্যপ্তি ৭ থেকে ১৩ মিনিট পর্যন্ত হয়ে থাকে । মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞরা এই তথ্য দিয়েছেন যে, বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্স ৭-১৩ মিনিটের ভিতর হয়। সমীক্ষা বিশেষজ্ঞরা বলেছেণ ৩ মিনিটের সেক্স পর্যাপ্ত সময় হয়৷ এই গবেষণা করা হয়েছিল পেনিট্রেটিব সেক্সের ক্ষেত্রে আদর্শ সময় কি এটা নির্ণয় করার জন্য৷ এজন্য আমেরিকান এবং কানাডিয়ান যুগলদের র‌্যান্ডম সিলেকশানের মাধ্যমে প্রশ্ন করা হয়। তাদের সবার উত্তর ছিল – ৭ থেকে ১৩ মিনিটের যৌন মিলন ‘কাম্য বা বাঞ্চনীয়’।

অন্য একটি গবেষনা মতে – যৌনবিষয়ে সঠিক শিক্ষা, অঞ্চল, চামড়ার রঙ এবং শারীরিক আকারের পার্থক্যের উপর ভিত্তি করে যৌনমিলনে সময়-ব্যপ্তির তারতম্য দেখা যায়। দক্ষিন এশিয়ার দেশগুলি যেমন- বাংলাদেশ, ভারত, মায়ানমার (বাদামী চামড়ার মধ্যম আকারের মানুষ) অর্থাত্‍ এই অঞ্চলের দম্পতিদের মিলনকালের (পেনিট্রেটিভ সেক্স) গড় সময় ৪ মিনিটকে “পর্যাপ্ত” বলা হয়েছে। তবে সুখী দম্পতিদের ক্ষেত্রে স্বাস্থ্যকর সহবাস দীর্ঘ সময় ধরেই চলা উচিত। মহিলাদের ক্ষেত্রে ৩ থেকে ১৩ মিনিটই যথেষ্ট। কিন্তু পুরুসদের ক্ষেত্রে ধরাবাধা নিয়ম নাই।

পুরুষদের ক্ষেত্রে যৌন মিলনের স্থায়িত্বটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে না। এটা সরাসরি নির্ভর করে শারীরিক সক্ষমতার উপর। তাই নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ, ব্যায়াম করা ইত্যাদির মাধ্যমে পুরুষ তাদের যৌন মিলনের সক্ষমতাটা ধরে রাখতে পারেন, এক্ষেত্রে কোন প্রকার ওষুধ খাওয়ার দরকার নেই। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষ যৌন শক্তির জন্য নানা প্রকার হারবাল ওষুধ খেয়ে থাকেন এক সময় তারা নিজেদের যৌন সক্ষমতাটা হারিয়ে ফেলেন এমন কি তখন তাদের শরীরে এর জন্য আর কোনো ওষুধই কাজ করে না। তাই কোনো সময় ভুল করেও চিকিৎসকের পরামর্শ ছাড়া অথবা সখের বসে ঐসব উত্তেজক হারবাল ওষুধ খাবেন না। কারণ এটাই এক সময় আপনার যৌন জীবন বিপর্যস্থ করে তুলবে।

Related posts

অজ্ঞান রোগীদের আপত্তিকর ছবি তুলে রাখত! ২৩ মামলায় দোষী সাব্যস্ত ৫১ বছর বয়সী নার্স

News Desk

অদ্ভুত কারণে প্রকাশ্য রাস্তায় যুবককে বেধড়ক মারধর দুই তরুণীর! দেখুন ভাইরাল ভিডিও

News Desk

বন্ধুত্ব,প্রেম ও যৌনতা: সম্পর্কের ঠেলায় বিছানা থেকে মেয়েটি পৌঁছল হাসপাতালে ও ছেলেটি জেলে!

News Desk