রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এক সপ্তাহের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই করোনার নিউ ভ্যারিয়েন্ট ওমিক্রন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে। এবার রেল দফতরে থাবা বসালো ওমিক্রন।
শিয়ালদা (Sealdah) ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron) আক্রান্ত হয়েছেন বলে রেল সূত্রে দাবি। আক্রান্ত ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে খবর, কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত (Covid Positive) হন। এরপর তাঁর ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। অন্যদিকে, রেলের আরও ৫-৬ জন কর্মীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর।
রেল সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিনের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক রেলকর্মী। এর মধ্যে বেশ কয়েকজনের শরীরে ওমিক্রনে সংক্রমিত হওয়ার আশঙ্কা করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তাদের নমুনা পাঠানো হয়েছে। অন্যদিকে, আরও যে ৫-৬ জনের নমুনা পাঠানো হয়েছে তাদের রিপোর্ট এখনও হাতে আসেনি বলে জানাচ্ছেন রেলের আধিকারিকরা। রেলের আশঙ্কা কর্মীদের মধ্যে ওমিক্রনের সংক্রমণ আরও বাড়তে পারে।
এদিকে আরও উদ্বেগ বাড়াচ্ছে শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতাল। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২১ জন। বৃহস্পতিবারই ওই কলেজের ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর শুক্রবার সেই সংখ্যার সঙ্গে আরও ৮ জন যুক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক থেকে নার্সিং স্টাফ সবাই রয়েছেন। সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই কলেজের মধ্যে।
কয়েকদিন আগেও রাজ্যে করোনার দৈনিক (Daily Corona Cases) সংক্রমণ ছিল খুবই কম। ৪০০ থেকে ৬০০-র মধ্যেই তা ঘোরাফেরা করছিল। কিন্তু, দু’দিন আগে আচমকাই বেড়ে যায় সংক্রমণ। আর বেড়ে তা ২ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তার সঙ্গেই আবার চোখ রাঙাচ্ছে করোনার (Corona) নতুন রূপ ওমিক্রন।