Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

নতুন বছরের আগেই সুখবর দিলেন দুই সন্তানের মা করিনা! শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

বলিউডকে ভারতের সব থেকে জনপ্রিয় শিল্প বলা হয়। আর এই বলিউডের শিল্পীদের নিয়ে জনপ্রিয়তা শুধু ভারতেই থেমে নেই। প্রায় প্রত্যেক শিল্পীকে নিয়েই আলোচনা-সমালোচনা চলতেই থাকে। সব থেকে চর্চিতা অভিনেত্রীদের মধ্যে সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন করিনা কাপুর। প্রায় সব সময় তাকে ঘিরে খবর হতেই থাকে। ছেলে স্বামীর সাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে খাবার খাওয়া, করোনা আক্রান্ত হওয়া সবই প্রায় শিরোনাম কেড়ে নেয়। আর বছরের শেষেও করিনার চমক যেন আশাতীত ছিল। 

নিজের সকল অনুরাগীদের শুভেচ্ছা জানাতে ৩১ ডিসেম্বর ছোট ছেলে জেহ-র একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সইফ-পত্নী। সেখানে দেখা গেলো আপন খেয়ালে মত্ত আছে জেহ। আর খিলখিলিয়ে হাসছে। আর সামনের দুটো দাঁত সেই হাসির ফলেই চোখে পড়ছে। 

সবার সাথে ভাগ করে নিলেন করিনা সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রথম দাঁত ওঠার আনন্দও। দেখা যাচ্ছে, নীচের মাড়িতে দুটো দাঁত উঠেছে জাহাঙ্গীর আলি খানের। আর নতুন মা করিনা ছেলের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ ওর দুটো দাঁত ২০২১ সালের সবথেকে সেরা উপহার। সবার নতুন বছর ভালো কাটুক।’ #31est December #Mera Beta-ও ব্যবহার করেছেন তিনি ক্যাপশনের হ্যাশট্যাগে।

জেহ-র ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম হয়। করিনা দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দেন। ছেলে হওয়ার পর এবার বেশ কিছুদিন তাঁকে মিডিয়া থেকে দূরে রেখেছিলেন অভিনেত্রী। তারপর পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয় খুদে কাপুর পরিবারের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়। তারপর নিজেও শেয়ার করে নেন ছেলের ছবি করিনা নিজেই। 

এরপরই জেহ-র নাম নিয়ে বিতর্ক শুরু হয়। করিনার দ্বিতীয় ছেলের পুরো নাম জাহাঙ্গীর আলি খান করিনার লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ থেকে জানা যায়। করিনাকে এরপর সহ্য করতে হয় ট্রোলিং, কটাক্ষ মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখায়! এমনকী, করিনা কাপুর খানকে কেউ কেউ তো সেই সময় ‘দেশদ্রোহী’, ‘হিন্দু নামের কলঙ্ক’ বলতেও ছাড়েননি।

Related posts

কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ? ব্যাপক হারে বাড়ছে দেশের করোনা সংক্রমনের গ্রাফ!

News Desk

তিরুপতি বালাজির মন্দিরে নারী পুরুষ নির্বিশেষে সকলে চুল দান করেন কেন! জানেন এই রহস্য!

News Desk

সম্পূর্ন প্রাকৃতিকভাবে ১.২ ফুট দৈর্ঘ্যের লঙ্কা ফলিয়ে ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি কৃষকের

News Desk