Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সরকারী চাকুরীজীবী পাত্র না মেলায় খারিজ একের পর এক সম্বন্ধ! অবসাদে আত্মঘাতী তরুণী

অনেক দিন ধরেই বিয়ের সম্বন্ধ আসছিল তার বাড়িতে। বিয়ের জন্য প্রায় মাঝে মধ্যেই সম্মন্ধ বাড়িতে আসছিল। পাত্রদের পছন্দ হলেও সরকারি চাকুরে না হওয়ায় পাত্রীর পরিবার থেকে প্রতিবারই নাকচ করে দিচ্ছিল। প্রতিবার সম্মন্ধ আসছে অথচ পরিণতি পাচ্ছেনা এটা নিয়ে দীর্ঘদিন মানসিক কষ্টে ভুগছিলেন তিনি, তাই এই চূড়ান্ত সিদ্ধান্ত। গলায় ফাঁস দিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন এই তরুণী।

কান্দি মহকুমা হাসপাতালে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে।

মুর্শিদাবাদে কান্দির খড়গ্রাম এলাকার গুরুটিয়া গ্রামে ঘটানাটি ঘটেছে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই বছর ২৬-র শিল্পী ঘোষের বিয়ের কথা বার্তা চলছিল। কিন্তু তাঁকে একের পর এক পাত্র দেখতে এলেও, কিছুজনকে তাঁদের মধ্যে পছন্দ হলেও, পরিবারের ইচ্ছা ছিল মেয়েকে সরকারী চাকুরীজীবী পাত্রের হাতেই তুলে দেবে।

কিন্তু বেশকিছু ভালো পাত্র হাতছাড়াও হয়ে যায় এই করতে করতে। এরপরই শিল্পী অবসাদগ্রস্থ হয়ে পড়েন। অবশেষে এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শিল্পী বৃহস্পতিবার। বৃহস্পতিবার নিজেদের বাড়িতেই আত্মঘাতী হয় শিল্পী ঘোষ গলায় ফাঁস লাগিয়ে।

শিল্পীকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অনেক দেরী হয়ে গিয়েছে ততক্ষণে। তাঁকে মৃত বলে জানিয়ে দেয় চিকিৎসকরা। এই ঘটনায় কিছটা হতবাক হয়ে যায় পরিবার থেকে শুরু করে আশেপাশের সকলেই এবং শোকের পাথর হয়ে গিয়েছেন। এইভাবে আত্মঘাতী হওয়ার বিষয়টা একমাত্র মেয়ের বিয়ে না হওয়ার কারণে, তা তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

Related posts

এই ৫ টি কাজ ভুলেও করবেন না, বিগড়ে যাবে ওয়াশিং মেশিন

News Desk

‘বদলি চাইলে বউকে পাঠান’,JE’র হেনস্থা সইতে না পেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন লাইন্সম্যান

News Desk

লটারির টিকিট কেনার নেশায় ধার লক্ষ লক্ষ টাকা, ঋণের বোঝা নিয়ে ‘আত্মঘাতী’ বেহালার ব্যবসায়ী!

News Desk