Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ট্যাটু করার মুহূর্তে ফেটে গেল মডেলের বুক!! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

বর্তমানে কতই না অদ্ভুত অদ্ভুত জিনিস ইন্টারনেটে শেয়ার হয়। যা দেখলে চোখ কপালে ওঠে নেটিজেনদের। তেমনই এক ভিডিও ঘিরে দেখা দিয়েছে শোরগোল। কি ভিডিও , জেনে নিন। প্রদেয় লিংকে ক্লিক করে দেখতেও পারেন ভাইরাল ভিডিওটি (Viral Video)। কি এমন ভিডিও? ভিডিওটি একটু মজার কিন্তু হঠাৎ করে দেখলে আতঙ্কিত না হওয়ারও কিছু নেই।

ভিডিওতে দেখা যাচ্ছে এক সুন্দরী যুবতী একটি ট্যাটু পার্লারে গিয়েছেন। সেখানে একটি ফ্লেক্সিবল চেয়ারে শুয়ে আছেন তিনি। পরনে রয়েছে হট প্যান্ট আর সাদা টিশার্ট। যুবতী দেখতে তো সুদর্শনই আলাদা করে নজর কাড়ছে তার উত্থিত বক্ষযুগল। তাঁর ট্যাটু করার সময়টি সেই পার্লারে রাখা কোনো ক্যামেরায় লেন্সবন্দি হচ্ছিল। ট্যাটু আর্টিস্ট যথারীতি নিজের নিডল মেশিন নিয়ে যুবতীর হাতে ট্যাটু করতে শুরু করেন। কাজে মগ্ন তিনি। সাহায্য করছেন তার সহকারীও। কিন্তু হঠাৎই একটা জোরালো আওয়াজে সকলে চমকে ওঠেন। দেখা যায় বেলুন ফাটার মতো একটা আওয়াজ হয়। সাথে সাথে যেন মুহূর্তের মধ্যেই চুপসে যায় তরুনীর উত্থিত সুডৌল বক্ষযুগল। সাথে সাথে ভীষণ লজ্জা পায় তরুণী। ঢেকে ফেলেন নিজের মুখ দুই হাতে। সকলে হতভম্ব। হলোটা কী? দেখা যায় ওই যুবতী নিজের সাদা টি-শার্টের নীচে বেলুন ঢুকিয়ে রেখেছিলেন। যাতে তার স্তন সুন্দর আর বড় দেখতে লাগে!আর যুবতীর বুকে আটকে রাখা বেলুন ট্যাটু করার মুহূর্তে ফেটে গেছে ট্যাটু মেশিনে লেগে।

সকলের সামনে এমন ঘটনা ঘটে যাওয়ার লজ্জায় পরে যান ওই যুবতী। জানা গিয়েছে ওই তরুণী বেশ জনপ্রিয় একজন মডেল। সোশ্যাল মিডিয়ায় এই মডেলের এই আজব কাণ্ড দেখে অবাক নেটিজনেরা। আর ভিডিওটি ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভাইরাল ভিডিও নিয়ে পড়ে গেছে শোরগোল নেট পাড়ায়। হুহু করে শেয়ার হচ্ছে এই ভিডিও।

Related posts

‘সেক্স করলে বাড়ে বুদ্ধি’, প্রমাণ করল ব্রিটিশ গবেষণা

News Desk

শুধুমাত্র অন্তর্বাস আর বিকিনি পরেই কফি বিক্রি করেন এই মহিলা! কারণ জানলে চমকে উঠবেন

News Desk

রাতে ঘুমের ঘোরে এমন কথা ফাঁস করলেন স্ত্রী… শুনেই স্বামী দৌড়ালেন পুলিশের কাছে!

News Desk