বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মহিলাদের ওজন অনেকটাই বেড়ে যায় সন্তানের জন্ম দেওয়ার পর । অনেক মহিলার পক্ষেই গর্ভাবস্থায় যে ওজন বাড়ে তা আবার কমিয়ে আগের চেহারায় ফিরে যাওয়া সম্ভব হয় না। কেন মা হওয়ার পর মহিলাদের ওজন বেড়ে যায়, তা নির্দিষ্ট ভাবে জেনে নিন।
সাম্প্রতিক সমীক্ষা বলছে যে মহিলাদের সন্তানের জন্ম দেওয়ার পর ওজন বেড়ে যাওয়ার পেছনে আসল কারণ হল তাঁদের লাইফস্টাইলের পরিবর্তন। এই সময় সন্তানের ফেলে দেওয়া খাবার খাওয়া, সন্তানের জন্য রাত জাগা, তার সঙ্গে গল্পের বই পড়া বা একসঙ্গে সিনেমার দেখার অভ্যস গড়ে ওঠার ফলে অনেক মহিলাই মা হওয়ার সেডেন্ডারি লাইফস্টাইলে ঢুকে পড়েন । এটাই সবথেকে বড় কারণ তাঁদের ওজন বাড়িয়ে ফেলার পেছনে ।
মিশিগান ইউনিভার্সিটির অ্যাসসিয়েট প্রফেসর ওলগা ইয়াকুশেভা ওজনের তুলনামূলক একটি সমীক্ষা করেন সন্তান থাকা এবং না থাকা মহিলাদের । ৩০ হাজার মহিলার ওপর চালানো এই সমীক্ষায় দেখা গিয়েছে যে বেশিরভাগ মহিলাই আর আগের ওজনে ফিরে যান না সন্তানের জন্ম দেওয়ার পর । তবে অনেক মহিলাই সন্তানের জন্ম দেওয়ার ১-২ বছরের মধ্য়ে গর্ভাবস্থার বর্ধিত ওজন অনেকটাই কমিয়ে ফেলেন। কিন্তু তাঁদের ওজন আবার বাড়তে থাকে সন্তান আরও একটু বড় হতে ।