দিন প্রতিদিন ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। কোভিড ঝড়ে দেশজুড়ে রেকর্ড হারে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এই আবহে যথেষ্ট চিন্তার কারণ পরিবেশ মন্ত্রকের নতুন সংকেত। তাদের মতে নাকি মানুষের পাশাপাশি এবার পশুদের দেহেও ছড়চ্ছে করোনাভাইরাস (Covid 19)। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই করোনা সংক্রমণের জেরে বহু সিংহের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই নড়ে চড়েবসেছে প্রশাসন। তাদের সন্দেহ, পশুদের দেহেও হানা দিতে পারে এই মারণ ভাইরাস।
কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে বিভিন্ন জাতীয় উদ্যান, অভয়ারণ্য অবিলম্বে বন্ধ রাখার জন্য রাজ্যগুলোকে নির্দেশ জারি করেছে পরিবেশ মন্ত্রক। এই সমস্ত জায়গায় বেশি সংখ্যক মানুষের জমায়েতে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিধি নিষেধ।
উল্লেখ্য, খবর আগেই এসেছিল পশুদের দেহে সংক্রমণ ছড়িয়ে পড়ার । পরীক্ষা করে করে দেখা গিয়েছিল হংকংয়ে কুকুরের দেহে , ‘উইক পজিটিভ’ রিপোর্ট এসেছিল। জানা গিয়েছিল, সংক্রমণের স্তর কুকুরের নিম্ন। অন্যদিকে, বাঘিনীর দেহেও মিলেছিল করোনাভাইরাস, নিউইয়র্কের এক চিড়িয়াখানায় । তবে, মানবদেহে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, পশুদের দেহে সেভাবে ব্যাপক আকারে সংক্রমণ ছড়ানোর ঘটনা এখনও সামনে আসেনি। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ এতটাই মারাত্মক চেহারা নিয়েছে, আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এভাবে পশুদের দেহে ব্যাপক হারে সংক্রমণ থেকে ।