Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ওমিক্রনকে আটকাতে ভরসা করা যাবে না কাপড়ের মাস্ক কে! কেন এমন কথা বলছেন বিশেষজ্ঞরা

করোনা যেন আষ্টেপিষ্টে বেঁধে রেখেছে পৃথিবীকে। যখনই সবাই এই করোনার এক প্রজাতির সাথে লড়াই করে সেরে উঠছে ঠিক তখনই আবার এক নতুন প্রজাতি নিয়ে চলে আসছে করোনা। এবার আরেক নয়া প্রজাতি নিয়ে এসেছে যার নাম ওমিক্রন। এবার সারা বিশ্ব আবার কোমর বেঁধে নামবে এই ওমিক্রন এর সাথে লড়াই করতে। কারণ এই ভ্যারিয়েন্ট অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অত্যন্ত সংক্রামক। গবেষণা বলছে, প্রচুর পরিবর্তন ঘটেছে এই ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে। এখন এই বদলানোর থেকেই সমস্যা দেখা দিচ্ছে। আরও দ্রুত গতিতে একজন মানুষ থেকে অন্যজনের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ছে। আর ঘুম উড়েছে বিশ্বের তাবড় দেশগুলির এই কারণেই। এই ব্যাপারে প্রায় প্রতিটি দেশের চিকিৎসাবিজ্ঞানীরা লেগে পড়েছে বেছে ওঠার উপায় খুঁজতে। এই নতুন করোনার হাত থেকে দূরত্ব বজায় রাখার রাস্তা খোঁজার চেষ্টা চলছে।

ত্রিশ গ্রিনহ্যালগ যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসের অধ্যাপক তিনি বলেন, এই সময় বাজি ধরা উচিত হবে না ফেব্রিক মাস্ক বা কাপড়ের মাস্কের উপর। কেবল ফ্যাশন বাড়াতে পারে এই ধরনের মাস্ক। করোনা দূর করতে পারে না কোনওভাবেই। অপরদিকে সমস্যার সমাধান হতে পারে ট্রিপল লেয়ার মাস্ক পরলে।

সারা পৃথিবী জুড়ে ওমিক্রনের কারণে চলছে রেড অ্যালার্ট। সেই সতর্কতার আওতায় ভারতও রয়েছে। এই নতুন করোনা নিয়ে সতর্ক করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে ওমিক্রন ধরা পড়ার পর জারি হয়েছে সতর্কতা ব্রিটেনের মতো উন্নত দেশেও। সেদেশে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরাও। সেই একই নিয়ম আমাদের দেশেও লাগু রয়েছে। তবুও কোনও হেলদোল নেই মানুষের মধ্যে।

প্রচুর সমস্যা কাপড়ের মাস্কের মধ্যে :

স্বাস্থ্য সচেতনতার কোনও সম্পর্কই নেই কাপড়ের মাস্কের সঙ্গে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কোনওরকম হেলথ স্ট্যান্ডার্ড মানা হয় না কারণ এক্ষেত্রে। সহজেই শরীরে ঢুকতে পারে করোনা ভাইরাস এই ধরনের মাস্ক পরলে। এদিকে নিয়ম মেনে এন৯৫ বা বিশ্বস্ত সংস্থার ট্রিপল লেয়ার মাস্ক তৈরি করা হয়। কোনোভাবেই যাতে ভাইরাস প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সম্পূর্ণ নজর দেওয়া হয়।

তবে এমন মাস্কও মানুষ পরেন অনেকসময় যা পরলে ভালোমতো শ্বাস নেওয়া যায় না। শরীরের পক্ষে খারাপ হতে পারে এই ধরনের মাস্ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার একটি মাস্ক বারবার পরেন অনেকে। শরীরের পক্ষে ক্ষতিকর এই অভ্যাসও। এমনকী নানা ধরনের সংক্রমণ হতে পারে।

তাই করোনা থেকে বাঁচতে গেলে, বিশেষজ্ঞদের পরামর্শ, বিশেষত মাস্ক পরতে হবে এই ওমিক্রন ত্রাস দূরে সরাতে গেলে। এই রোগ থেকে বাঁচার মাস্কই অন্যতম হাতিয়ার। তবে শুধু সমস্যার সমাধান হবে না এভাবে মাস্ক পরেই। নিয়ম মেনে মাস্ক পরতে হবে। তাই সবসময় ব্যবহার করুন এন৯৫ (N95) বা ট্রিপল লেয়ার মাস্ক (3 Layer Mask)। মাস্ক পুনর্ব্যবহার করবেন না কোনওভাবেই। ব্যস মেনে চলুন এইটুকু নিয়ম। দেখবেন করোনা থেকে বেছে যাবেন।

Related posts

নতুন বছরের আগেই সুখবর দিলেন দুই সন্তানের মা করিনা! শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

News Desk

ঢেউ নয়, পৃথিবী জুড়ে আসতে চলেছে কোভিড ‘সুনামি’, চরম সতর্কবার্তা দিল WHO প্রধান

News Desk

কাশ্মীরের মুসলমানদের দাবি নিয়ে কথা বলা আমাদের কর্তব্য, ঘোষণা তালিবানদের! সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন ভারত

News Desk