Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অবিশ্বাস্য! মাত্র ৯০ টাকায় পেয়ে যাবেন পাহাড়-সমুদ্রে ঘেরা একটা বাড়ি !

কাস্তিগ্লিওনে দি সিসিলিয়া (Castiglione di Sicilia) , এই গ্রামের নামটি আর এই নদীর নামটি? উঁহু, এখানে অবশ্য দেখা মিলবে না নদীর। তবে সব নদী শেষ পর্যন্ত যেখানে গিয়ে মেশে, সেই সাগরের দেখা মিলবে । গ্রামটি পাহাড় আর সমুদ্র দিয়ে মোড়া! মেয়রের নামও গাঁয়ের পাঁচজনে জানে – আন্তোনিও কামার্দা (Antonino Camarda)! আর গ্রামের মোট ৯০০টি বাড়ি এ বার বিক্রি করে দেবেন তিনিই সিদ্ধান্ত নিয়েছেন । পকেটে মাত্র ১ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯০ টাকা মতো থাকলেই হল! খুব বেশি পয়সা খরচের দরকার নেই।তাহলেই বিশ্বের যে কোনও দেশের নাগরিক ইতালির সিসিলির তাওরমিনার কাছে মাউন্ড এটনা পাহাড়ের কোলে কাস্তিগ্লিওনে দি সিসিলিয়া গ্রামে একখানা বাড়ির মালিক হতে পারবেন!

তবে এত বাড়ি ফাঁকা কেন পড়ে আছে সেখানে? গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যদি এমনতরো নয়নমনোহর হয়, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে তো আর পেট ভরে না তাই কারণটা নেহাতই অর্থনৈতিক । তাই আর ফিরে আসেননি তারা , যারা এক সময়ে এই সব বাড়ির অধিবাসীরা সেই যে রওনা দিয়েছিলেন শহরের দিকে । ইতালির অনেক গ্রামই এই লোক না থাকার সমস্যায় ধুঁকছে , এই অবস্থা শুধু কাস্তিগ্লিওনে দি সিসিলিয়ার একার নয় । এর আগেও এই ভাবে বাড়ি বিক্রি হয়েছে ইতালির বেশ কিছু গ্রামে । তবে সংখ্যার অনুপাতে টেক্কা দিচ্ছে সবাইকে কাস্তিগ্লিওনে দি সিসিলিয়া, ৯০০টা বাড়ি বিক্রি তো আর মুখের কথা নয়!

মেয়র আন্তোনিও কার্মাদা জানিয়েছেন- যে বাড়িগুলো একেবারে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলো ছেড়ে দেওয়া হবে স্রেফ ১ ইউরোর বিনিময়ে । আর যেগুলো সংস্কারসাধনের তেমন প্রয়োজন নেই, সেগুলোর জন্য দাম ধার্য করা হয়েছে ৪ হাজার থেকে ৫ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় ধরলে ৩.৬ লক্ষ থেকে ৪.৫ লক্ষ টাকা। এমন কিছু বেশি কিন্তু নয়, বিদেশে বাড়ি করার সুবিধা পাওয়া যায় এই টাকায় স্রেফ বরাতজোরে!

তবে, একটা শর্ত আছে মেয়রের । হাজার হোক, এমন জলের দরে বাড়ি ছেড়ে দেওয়ার কারণ তো অধিবাসীর সংখ্যা বাড়ানো। তাই তিনি জানিয়েছেন যে বাড়ি কিনে ফেলে রেখে দিলে চলবে না, তার সংস্কারসাধনের কাজ সম্পূর্ণ করতে হবে, সেই সঙ্গে স্থানীয় ব্যাঙ্ক থেকে একটা বিমাও কিনতে হবে ৪ হাজার ইউরোর । ১৯০০ সালেও গ্রামের সদস্য সংখ্যা ছিল ১৪ হাজার, এখন এসে ঠেকেছে ৩ হাজারে- এটুকু তো মেয়র চাইবেনই!

Related posts

গতকালের তুলনায় ভারতে আবারও সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ , জানালো রিপোর্ট

News Desk

অতিমারির মধ্যেই দল বেঁধে হোটেলে পার্টি, মদের ফোয়ারা, শিলিগুড়িতে আটক ৪১

News Desk

সাংবাদিকসহ অর্ধনগ্ন মানুষদের ছবি ভাইরাল, জানুন এর পেছনের আসল সত্যটা

News Desk