Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যাক্তির দেহে মিলল কোভিড? নতুন করে ওমিক্রন আতঙ্ক কলকাতায়

দক্ষিণ আফ্রিকার এক দেশ থেকে কলকাতায় আসা এক ব্যক্তির শরীরে ধরা পড়ল কোভিড। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসতেই ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়েছে। তবে ওই ব্যক্তি ওমিক্রন রূপে আক্রান্ত কি না, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ওই রোগী সম্পর্কে খোঁজখবর নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

গত ১২ ডিসেম্বর নাইজেরিয়া থেকে কলকাতায় এসেছেন ৬৯ বছর বয়সি ওই বৃদ্ধ। বিমানবন্দরে হওয়া কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভও এসেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন ওই ব্যক্তি। এর পর ১৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষা করাতে যান তিনি। সেখানেই রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। ওই বৃদ্ধ বাইরের দেশ থেকে আসায় ওমিক্রন সন্দেহেই তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেওয়া হয়।

রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, ওই ব্যক্তি এখন সুস্থই আছেন। ওই ব্যক্তির নমুনা ইতিমধ্যেই কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে। সোমবার জিন পরীক্ষা হবে। ওই বৃদ্ধার সংস্পর্শে তাঁর গাড়িচালক ও আর এক ব্যক্তি এসেছিলেন। রবিবার তাঁদেরও কোভিড পরীক্ষা হবে।

ওই বৃদ্ধার সঙ্গে তাঁর স্ত্রীয়েরও কোভিড পরীক্ষা করানো হয়। তবে স্ত্রীয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন কনট্যাক্ট ট্রেসিং করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।

গত সপ্তাহেই রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। সাত বছরের এক বালকের শরীরে ধরা পড়েছিল করোনার নতুন রূপ। বৃহস্পতিবার ওই বালকের রিপোর্ট নেগেটিভ এসেছে। রাজ্যে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা শূন্য।

প্রসঙ্গত, নাইজেরিয়া আফ্রিকা মহাদেশেরই একই দেশ। ওই মহাদেশেরই আর একটি দেশ দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে।

Related posts

গ্রাম ঘুরে যৌন সম্পর্ক একশোর বেশি মহিলার সঙ্গে, এই কাহিনী আজব এক ধর্মগুরুর

News Desk

পুরুষদের থেকে ভারতে মহিলাদের যৌন জীবন কতটা আলাদা? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

News Desk

এক বাইকে সওয়ার সাতজন, ট্রাফিক পুলিশ আটকাতেই যে উত্তর দিল শুনে হাঁ পুলিশও

News Desk