Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সেক্সের সময় দুর্ঘটনাবসত ফেসবুক লাইভ! তারপর..

এ ঘটনা শুনলে আপনি নিজেও অবাক হবেন। এক মহিলা তার স্বামীর সাথে যৌনসঙ্গমরত অবস্থাতেই দুর্ঘটনাবসত ফেসবুক লাইভ করে ফেলেছিলেন। এব্যাপারে কিছু বুঝে ওঠার আগেই অনেকটা দেরী হয়ে গেছিলো। কারণ তার করা এই ফেসবুক লাইভ ইতিমধ্যে তার অনেক বন্ধুই দেখে ফেলেছিলেন। সেই দেখার তালিকায় তার বাবাও ছিলেন। আমেরিকার মিসিসিপিতে ওই মহিলার বাস। তার টিকটক প্রোফাইলে সম্প্রতি এব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। এই ঘটনা ঘটার একসপ্তাহ পরও তার কান্না থামেনি বলে মত ওই মহিলার।

পরবর্তীতে ওইদিনের এই অদ্ভুত ঘটনার বিবরণ দিতে গিয়ে মহিলা জানান , ‘‘গত বছর দুর্ঘটনাবশত ফেসবুকে লাইভ হয়েছিলাম যৌনতার সময়। আমার অনেক বন্ধুই তা দেখেছেন বাবা-সহ। আমি ঘটনার এক সপ্তাহ ধরে কেঁদেছিলাম।’’ ওই মহিলার একজন সন্তানও আছে। ওই মহিলা আরও জানান , ‘‘আমি, আমার জীবন শেষ হয়ে গেল ভেবেছিলাম। যদিও বিষয়টি নিয়ে বেশ খুশি আমার স্বামীর।’’

ওই মহিলা বলেন , তিনি ফেসবুক ব্যবহার করছিলেন ঘটনার আগে। তাঁর স্বামী এসে সে সময়ই তাঁকে জড়িয়ে ধরেন। ফোন পড়েছিল পাশে লক না করা অবস্থায়। কোনওভাবে সে সময়ই চাপ পেয়ে শুরু হয় ফেসবুক লাইভ। তাঁর বন্ধু ফোনও করেছিলেন তা দেখে। কিন্তু ধরেননি সেই ফোন যৌনতায় মত্ত ওই মহিলা।

যদিও তাঁদের যৌনতার দৃশ্য দেখা যায়নি সেই লাইভে। কিন্তু তাঁদের শীৎকার এবং দীর্ঘশ্বাসের শব্দ ধরা পড়েছিল যৌনতার সময় ফেসবুক লাইভের ভিডিয়োয়। সেই ভিডিয়ো ফেসবুক থেকে পরে অবশ্য মুছে দিয়েছিলেন তিনি। এবং নিজের প্রোফাইলের নামও পরিবর্তন করেছিলেন ফেসবুকে।

Related posts

করোনার ডেল্টা প্লাস প্রজাতিকে বিরুদ্ধে অনেক কার্যকর কোভাক্সিন, জানালো ICMR

News Desk

মাথায় প্রচুর দেনা! নিজের হাত কেটে ফেলে ৮ কোটি টাকার বীমা দাবী করলেন নারী! তারপর..

News Desk

কলকাতা ছেড়ে জেলায়ও এবারে ছড়িয়ে পড়েছে ‘ওমিক্রন’! এই জেলার যুবকের শরীরে মিলল

News Desk