Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কর্মহীন যুবকদের স্বনির্ভর করতে কেন্দ্রীয় সরকারী প্রকল্প! মিলতে পারে ১০ থেকে ২৫ লক্ষ্য পর্যন্ত ঋণ

দেশের বেকার নাগরিক যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চান কিন্তু পুঁজির অভাবে করতে পারছেন না তাদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে নতুন প্রকল্প। এই প্রকল্পের নাম জেলা শিল্প কেন্দ্র ঋণ প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে, যেসব উপার্জনহীন নাগরিক যাঁরা নিজস্ব ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে চান , তাঁরা উপকৃত হবেন। জেলা উদ্যোগ কেন্দ্র থেকে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঋণ পেতে দরকার কি যোগ্যতা, আবেদন কোথায় করতে হবে, কি নথি লাগবে, জেনে নিন একে একে…

কী এই জেলা শিল্প কেন্দ্র ঋণ প্রকল্প:

জেলা শিল্প কেন্দ্র ঋণ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার কম সুদের হারে একটি ঋণ প্রকল্প নিয়ে এসেছে কর্মহীন যুবক-যুবতীর জন্য। এই ঋণ গ্রহণের মাধ্যমে বেকার ছেলে মেয়েরা ঋণের টাকায় নিজের ব্যবসা শুরু করতে পারে। এই ঋণের সুবিধা পেতে আবেদনকারীকে করতে হবে পোর্টালে অর্থাৎ www.udyogaadhaar.gov.in তে নিবন্ধন বা রেজিস্ট্রেশন। কেন্দ্রীয় সরকার এই ঋণ প্রকল্পের মাধ্যমে ব্যবসার কারণে ১০ লক্ষ পর্যন্ত টাকা এবং উৎপাদন খাতে ২৫ লক্ষ পর্যন্ত টাকা ঋণ দিতে প্রস্তুত। ঋণগ্রহণকারী কে এই ঋণ পরিশোধের জন্য দেওয়া হবে ৭ বছর পর্যন্ত সময়। এই ঋণের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর সুদ। ঋণগ্রহণকারী কে মাত্র চার শতাংশ হারে সুদ দিতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে আবেদনকারী সহজেই নিজের মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের অধীনে সরকার মহিলা, প্রাক্তন সৈনিক এবং সংখ্যালঘুদের ২৫% ভর্তুকি দেয়।

কিন্তু একটি বিষয় মনে রাখা আবশ্যক

কোন আবেদনকারী যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে তাকে ব্যবসা শিল্প বোর্ড, তাঁত, হস্তশিল্প, গ্রাম শিল্প বোর্ড, রেশম এবং কয়ার শিল্পের অধীনে থাকতে হবে।

শিল্প কেন্দ্র ঋণ প্রকল্পের জন্য কী যোগ্যতা আবশ্যিক:

এই জেলা শিল্প কেন্দ্র ঋণ নেওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা আবশ্যিক, এ বার সেটাই দেখে নেওয়া যাক।

• আবেদনকারীর থাকতে হবে নিজস্ব বি পি এল কার্ড।

• আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে।

• আবেদনকারীকে অন্তত বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

আবেদন করার জন্য কী কী নথি সঙ্গে রাখা আবশ্যিক?

আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে আবেদনকারী মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে ঋণের জন্য আবেদন করার সময়ে এই নিম্নলিখিত নথিগুলি সঙ্গে অবশ্যই রাখতে হবে।

১) আধার কার্ড।

২) পাসপোর্ট সাইজের ছবি এবং ছবির স্ক্যান কপি।

৩) নিজস্ব মোবাইল নম্বর।

৪) ভোটার আই ডি কার্ড।

৫) ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড।

৬) ঠিকানার প্রমাণপত্র।

৭) বয়সের প্রমাণপত্র।

৮) নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের পাসবুক।

আবেদনকারীকে আবেদন করার জন্য আধারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঞ্জটি এখানে দিয়ে দেওয়া হল।

লিঙ্ক: www.udyogaadhaar.gov.in

এই ওয়েবসাইটের এন্টারপ্রাইজ রেজিস্টার বিভাগে নতুন উদ্যোক্তাদের জন্য প্রদত্ত বিকল্পে গিয়ে আপনাকে রেজিস্ট্রশন করতে হবে।

Related posts

এই সমাধি খননকারীদের হয়েছিল চরম পরিণতি! তুতানখামেনের মমি কি সত্যিই অভিশপ্ত?

News Desk

আগামী বছর কবে শুরু দুর্গা পুজো? মহালয়া থেকে দশমী কবে কি এক নজরে

News Desk

পর্ন তারকারা জানালেন ইন্ডাস্ট্রির অন্ধকার রহস্য, বললেন নীল ছবির শুটিং শেষ হলে কী হয়?

News Desk