Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শীতকালে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? তার আগে মাথায় রাখুন এই কয়েকটি বিষয়ে

বছর ঘুরে আবার এসে গেছে শীত কাল। গ্রীষ্ম প্রধান দেশ ভারতবর্ষে শীতকাল এলে লেগেই থাকে নানান উৎসব মেলা ইত্যাদি। শীতের করা মিঠা রোদ মেখে পিকনিক হইচই সাথে থাকে বেড়াতে যাবার প্ল্যানও। কেননা শীতকালে আবহাওয়া থাকে ভালো , স্কুল কলেজগুলো বন্ধ থাকে, অফিসের কাজেও থাকে ছুটি তাই শীত এলেই সবাই নানা জায়গায় বেড়াতে যাবার প্ল্যান করে। শীতের আমেজে বেড়াতে যাবার একটা আলাদাই আনন্দ। ভ্রমণের জন্য এই আবহাওয়া আদর্শ। তবে তার সাথে সাথে মনে রাখা দরকার কয়েকটি বিষয়। শীতের টুর প্ল্যান করার সময় মাথায় রাখা উচিত কিছু বিষয়…

• কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগেই ভাবতে হয় কোথায় যাওয়া ঠিক হবে? যেহেতু শীতকালে বেড়ানোর প্ল্যান করছেন তাই ভাবতে হবে শীতকালে বেড়ানোর জন্যে কোন জায়গাগুলো উপযোগী। কোথায় যাবেন এই প্ল্যান ঠিক ভাবে করতে হলে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলি হলো, কতদিনের জন্যে বেড়াতে যাবেন, কতোটা খরচপাতি হবে। সাথে সাথে নিজের পছন্দ অনুযায়ী সমুদ্র, পাহাড়, বন, নাকি শহর ঠিক কোন জায়গা ভালো লাগে বেশী, বা যাদের সাথে নিয়ে যাবেন, তাদের কি পছন্দ ইত্যাদি মাথায় রাখবেন। এই কটি বিষয় মাথায় রেখে প্ল্যান করলেই আপনি ঠিক উত্তর পেয়ে যাবেন কোথায় যাওয়া উচিত।

• যেহেতু বেড়াতে গিয়ে প্ল্যান করার মত হাতে বেশি সময় থাকে না তাই যেখানে বেড়াতে যাবেন সেখানকার বিষয়ে আগে ভাগেই খোঁজ খবর নিয়ে রাখা ভালো। কবে কোথায় পৌঁছচ্ছেন, কি কি জায়গা দেখবেন ইত্যাদি একটি তালিকা করুন। এতে আপনার সময় অনুযায়ী ঘোরা যেমন ভালো হবে তেমনই সেখানে ভ্রমণ স্থানগুলো দেখতে পারবেন ভালো করে।

• যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে আবহাওয়া কেমন থাকবে সেই অনুযায়ী প্যাকিং করুন। শীতকালে বেড়াতে গেলে ব্যাগের ওজন কিছুটা বেশি হবেই। কিন্তু সেই ওজন কমাতে গিয়ে দরকারী শীতের পোশাক না নিলে কিন্তু সমস্যায় পড়বেন। শীতে পাহাড়ে জলের খুব অসুবিধে, তাই সব জায়গায় যে স্নানের জল ঠিক ভাবে পাবেনই তার কোনও নিশ্চয়তা নেই, তাই ডিওডরেন্ট নিতে ভুলবেন না।

• যেখানেই বেড়াতে যান না কেন সেই অনুযায়ী অবশ্যই সঙ্গে রাখুন প্রয়োজনীয় ওষুধ পত্র আর নিন ফার্স্ট এইড সামগ্রী। ঠান্ডা লাগা, পেটের সমস্যা ইত্যাদি নানা প্রয়োজনীয় ওষুধপত্র নেওয়াও একই রকম জরুরি। আমাদের দেশের শীতকালে সহজেই শুষ্ক হয় গলা। তাই টের না পেলেও শরীরে জলের ঘাটতি হয়ে দেখা দেয় ডিহাইড্রেশন। সুতরাং ফিল্টার জল পান করুন আর প্রয়োজনীয় ওষুধ নিন সঙ্গে করে।

Related posts

রাস্তায় রাস্তায় রাজার মত সেজে কন্ডোম বিলিয়ে বেড়ান কন্ডোম কিং! কারণ কি, জানুন!

News Desk

২ দিন যেতে না যেতেই করোনা দৈনিক সংক্রমন পার করলো ৪০ হাজারের গন্ডি, উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

News Desk

স্ত্রী দেখতে খারাপ, যদি সন্তানও… অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাথরুম পরিষ্কারের অ্যাসিড খাওয়ালেন ব্যাক্তি!

News Desk