Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভূতের ভয়ে ফাঁকা থাকে জাপানের প্রধানমন্ত্রী ভবন! রাত কাটিয়ে অভিজ্ঞতা জানালেন নতুন প্রধানমন্ত্রী

এখানে নাকি অশরীরীর আনাগোনা। আর এই কারণেই নাকি গত ৯ বছর ধরে খালি পরে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবন। শেষ 2012 সালে এই ভবনে বাস করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। অজ্ঞাত কারণেই তিনি এই বাসভবন ছেড়ে থাকতে শুরু করেন নিজের বাড়িতে। এত বিলাসবহুল এই বাসভবনে কেন কেউ না থেকে নিজস্ব বাসভবনে থেকে কাজকর্ম সারেন এই বিষয়ে কৌতুহল থাকা স্বাভাবিক।

জাপানের প্রধানমন্ত্রী বাসভবনের নাম সোরি কতেই। কিন্তু এই বাংলোয় কেউ থাকার সাহস দেখায় না। আসলে এই বাসভবনের ইতিহাসে রয়েছে নানা খুন খারাপির ঘটনা। ১৯২৯ সালে তৈরী হওয়া এই ভবন নিয়ে নানা রকম ভৌতিক গল্প লোকমুখে প্রচলিত আছে।

১৯৩২ সালের ১৫ মে জাপানের নৌবাহিনীর কয়েকজন আধিকারিকের অভ্যুত্থানের কারণে এই প্রধানমন্ত্রী ভবনে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ৎসুইয়োশি ইনুকাই। ঠিক চার বছর পরে ফের এক সামরিক অভ্যুত্থানের কারণে আবারও রক্ত ঝরে সেই প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু প্রধানমন্ত্রী সেবার বেঁচে যান। এই ছাড়া এই প্রধানমন্ত্রী বাসভবন একাধিক মৃত্যুর সাক্ষী। এখানে বসবাসকারী তোজোকে দেওয়া হয়েছে ফাঁসিতে এবং ফুমিমার কনোয়ে যুদ্ধে জাপানের পরাজয়ের পর এড়াতে আত্মহত্যা করেন। এই সমস্ত ব্যাক্তির আত্মা এখনো এই ভবনে ঘোরাফেরা করে এমন একটি জনশ্রুতি জাপানে চালু আছে।

যদিও ২০১২ সাল অব্দি জাপানের প্রধানমন্ত্রীরা এই বাস ভবনে থেকেছে এই সমস্ত অপবাদ থাকা সত্বেও। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২০০৬ সালে স্বল্প মেয়াদে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার সামলানোর সময় প্রধানমন্ত্রী বাসভবনে ছিলেন এবং শারীরিক কোনো জটিলতায় পদত্যাগ করেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবার পর সেই বাসভবনে তিনি আর যাননি। এর কোনো কারণও জানাননি তিনি। পরবর্তী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাও নিজের বাসভবনে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ত্ব সামলেছেন।

কিন্তু এবারের জাপানের নির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবনে উঠেছেন। তিনি এমন কোনো ভৌতিক তত্ব কে পাত্তা দিতে চান না। তিনি নিজের পরিবার নিয়ে বাস করছেন সেই ভবনে। সকলেই স্বাভাবিকভাবে কৌতুহলী তার রাত কাটানোর অভিজ্ঞতা জানতে। কোনো বিতর্ক সৃষ্টি না হয় আর জনমানসে কোনো অন্ধবিশ্বাস স্থান না পায় সেই জন্য প্রধানমন্ত্রী এই স্টেপ নিয়েছেন। এমন বিশ্বাস সকলের। সেই বাস ভবনে রাত কাটানোর পর আজ সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় রাতে কোন ভৌতিক অভিজ্ঞতার সামিল তিনি হয়েছিলেন কিনা, সেই প্রশ্ন তাঁকে করা হয়েছিল। উত্তরে তিনি জানান, খুব ভালো ঘুম হয়েছে তাঁর সেই ভবনে এবং এখন পর্যন্ত সে রকম কোনো অশরীরীর দেখা তিনি পাননি।

Related posts

বিয়েতে না ‘পাতানো দাদা’র! বৌভাতের দিনই নতুন বৌদিকে কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিল বোন

News Desk

কেন পালিয়েছিলেন রাজমিস্ত্রিদের সঙ্গে? পুলিশ ধরতেই জানালো বালির দুই গৃহবধূ

News Desk

হানিমুনে গিয়েছিলেন ব্রিটিশ দম্পতি, রাতে মদ্যপ হয়ে ঘটালেন এমন কাণ্ড শুনে সকলে হতবাক!

News Desk