আজ ১৩ই ডিসেম্বর, ২০২১, রবিবার। ২৫ শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আর যা যা কিছু হয়েছিল আজকের দিনে।
আজকের দিনের বিশেষ বিশেষ কিছু ঘটনা:
১৫৭৭ – স্যার ফ্রান্সিস ড্রেক বিশ্বভ্রমণের উদ্দেশ্যে প্লিমাউথ থেকে যাত্রা শুরু করেন।
১৬৪২ – পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন।
১৭৫৯ – আমেরিকায় প্রথম মিউজিক স্টোর চালু হয়।
১৮৭৯ – মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়।
১৯২১ – ওয়াশিংটন সম্মেলন সফল্যজনকভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহা সাগর চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩০ – গ্রেফতার এগড়াতে ইংরেজ শাসন বিরোধি বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়োনেট খেয়ে আত্মহত্যা করেন।
১৯৩৭ – চীনের নানচিং শহরে জাপানী আগ্রাসীসেনাবাহিনীর গণহত্যা যঞ্জশুরু হয়। জাপানের সৈন্যবাহিনী নানচিন শহরে প্রবেশ করার পর পেশাচিক গনহত্যা শুরু করে। এই বিশ্ব-কাঁপানো গণহত্যায় ৩ লক্ষাধিক লোকের প্রাণহানি হয়।
১৯৯০ – ত্রিশ বছর জাম্বিয়ায় নির্বাসিত জীবন শেষে এএনসি রাষ্ট্রপতি অলিভার পাম্বো দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন।
১৯৯১ – উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
১৯৯৬ – সন্ধ্যায় জাতি সংঘ নিরাপত্তা পরিষদে কোফি আনান জাতি সংঘ মহাসচিব নিবার্চিত হন।
২০০১ – রাত ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশ আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সালে স্বাক্ষরিতমার্কিন-রাশিয়া আন্টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি’ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন।
২০০৩ – মার্কিন সেনাদের হাতে ইরাকের সাদ্দাম হোসেন সেদেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার হন।
ইতিহাসে এই দিনে বিশিষ্টজনের জন্মদিন:
১৯০৩ – খ্যাতনামা বাঙালি সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।
১৯১১ – ট্রাইগভে হা্ভেল্ম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ ও গণিতবিদ।
১৯২৩ – ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক।
১৯৮৯ – টেইলর অ্যালিসন সুইফট, তিনি আমেরিকান গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী।
ইতিহাসে এই দিনে বিশিষ্টজনের মৃত্যুদিন:
১৫৬০ – পোপ দ্বিতীয় ক্যালিস্টাস।
১৭৮৪ – ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা স্যামুয়েল জনসন।
১৯৩০ – বিনয় বসু, তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ভারতীয় বাঙালি বিপ্লবী।
১৯৩০ – ফ্রিটজ প্রেগ্ল, যিনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী স্লোভেনিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান রসায়নবিদ ও চিকিৎসক।
১৯৩৫ – ভিক্টর গ্রিগনারড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৫৫ – এগাস মনিয, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পর্তুগিজ সাইকোলজিস্ট ও নিউরোসার্জন।
১৯৯২ – সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।
২০১০ – রিচার্ড হোলব্রকে, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও কূটনীতিক ও জাতিসংঘের ২২ তম মার্কিন রাষ্ট্রদূত।