Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর! ১৮ মাসের বকেয়া অর্থ নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা

কেন্দ্রীয় মন্ত্রিসভা বেশ কদিন আগেই ৩১ শতাংশ ডিএ (DA) এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের কিন্তু এখনও পর্যন্ত বকেয়া ডিএ পাননি তারা তাই এখনও নিরাশ।

কেন্দ্র শুধুই মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মীদের তা ডিএ-এর অনুমোদন দেওয়ার পরে জানিয়েছিল৷ সেই সময়ে কোনও রকমের এরিয়ারের কথা ঘোষণা করেনি কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ ডিএ-এর পাশাপাশি অনেক সুবিধা পেয়েছেন সপ্তম পে কমিশন (7th Pay Commission) -এর সুপারিশে ৷ কিন্তু ডিএ এরিয়ারের বিষয়টি (DA Arrear Pending) এখনও ঝুলে আছে৷

সরকারের সামনে ডিএ এরিয়ারের বিষয়টি ওয়ান টাইম সেটেলমেন্ট করার আর্জি জানিয়েছে ন্যাশন্যাল কাউন্সিল অফ জয়েন্ট মেশিনারির সচিব শিব গোপাল মিশ্রর কাউন্সিল৷ ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ডিএ-এর এরিয়ার নিয়ে বিষয়টি পৌঁছে গিয়েছে , প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন এই বিষয় নিয়ে৷ যদি সবুজ সঙ্কেত দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তবে মোটা টাকা পাবেন ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা৷

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বর্তমানে ৩১ শতাংশ-তে পৌঁছে গিয়েছে ৷ যার সরাসরি প্রভাব ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগীর কাছে পৌঁছছে যারা সুবিধা পাচ্ছেন৷

ডিএ, ডিআর এর এরিয়ারের জন্য ভারতীয় পেনশনভোগী মঞ্চ -এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছিলেন৷ সরাসরি হস্তক্ষেপ চেয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আবেদন করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থ দফতরকে নির্দেশ দেন এবং ডিএ (DA), ডিআর (DR)-এর এরিয়ার ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২১-এর এরিয়ারের টাকা যেন অনুমোদিত করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৷

যেই সময়ে ডিএ, ডিআর আটকে দেওয়া হয়েছিল তারপর থেকে মুদ্রস্ফীতি, পেট্রোপণ্যের লাগামছাড়া দাম , ভোজ্য তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে তাঁরা এও উল্লেখ করেছেন ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সাময়িক ভাবে ফ্রিজ হয়েছিল করোনা সংক্রমণের ফলে কিন্তু বর্তমানে কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনে সমস্যা দেখা দিচ্ছে লাগামছাড়া জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ফলে সবাই উপকৃত হবেন একটু যদি বিষয়টি বিবেচনা করা হয়৷

Related posts

ধোনির অন্ধ ভক্ত! প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে ১৪৩৬ কিমি পায়ে হেঁটে পার করলেন যুবক

News Desk

জানেন দক্ষিণ দিনাজপুরের রহস্যময় ১৮ হাতের দেবী মূর্তির কাহিনী! জড়িয়ে আছে পুরাণের উপাখ্যান

News Desk

একসময় হারিয়ে ফেলেছিলেন যৌন আগ্রহ, সেই সময় সইফের কি প্রতিক্রিয়া ছিল, জানালেন কারিনা কাপুর খান

News Desk