Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

১৭ বার তোপধ্বনিতে শেষকৃত্য সম্পন্ন দেশের প্রথম CDS জেনারেলের! সামিল হল ৮০০ সেনা

দুর্ভাগ্যজনক কপ্টার দুর্ঘটনায় প্রয়াত ভারতের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ প্রধান বিপিন রাওয়াত। বুধবার ৮ই ডিসেম্বর দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুর জেলায় ঘন জঙ্গলের মধ্যে বিপিন রাওয়াত সমেত ভেঙ্গে পড়ে এম-১৭ ভি৫ হেলিকপ্টার। ওই হেলিকপ্টারেই ছিলেন সস্ত্রীক রাওয়াত ও সেনাবাহিনীর আরো অনেক পদাধিকারী। মোট ১৪ জন যাত্রী ছিল ওই হেলিকপ্টারে। এদের মধ্যে ১৩ জনেরই দুর্ঘটনায় মৃত্যু হয়। প্রায় ৪৫ শতাংশ বার্ন নিয়ে চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গতকাল ৯ই ডিসেম্বর দিল্লির পালম এয়ার বেসে আনা হয়েছিল সিডিএস প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীর মরদেহ। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে সম্পূর্ণ হয় শেষকৃত্য।

জেনারেল বিপিন রাওয়াতের মরদেহ আজ সকলের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে তাঁর কামরাজ মার্গের বাসভবনে রাখা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল গাঁধী, জেপি নাড্ডা, অরবিন্দ কেজরিওয়াল, কানমোঝিরা।

এরপর দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে শেষকৃত্যের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়। দুপুর ২.৩০ সময় কামরাজ মার্গের বাড়ি থেকে শেষ যাত্রায় উদ্দেশে বেরোয় জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মরদেহ। কামরাজ মার্গের বাসভবন থেকে শেষযাত্রা শুরু হওয়ার পরই। অগণিত মানুষের ভিড় ছিল রাস্তার দুপাশে। রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ জেনারেল রাওয়াতকে শেষবারের মতন শ্রদ্ধা জানায়। স্লোগান উঠল- ‘বন্দে মাতরম’, ‘জেনারেল রাওয়াত অমর রহে’। শেষযাত্রায় সামিল হন ৮০০ জন সেনা।

বিকাল ৪.২০ এর সময় ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে শেষকৃত্য সম্পন্ন হয় জেনারেল বিপিন রাওয়াতের।

দেখুন ভিডিও। (সৌজন্যে DD নিউজ)

উপস্থিত ছিলেন বাংলাদেশ, নেপাল-সহ বিভিন্ন দেশের সামরিক প্রধানরা। শেষযাত্রায় ছিলেন উপস্থিত ছিলেন আর্মি, নেভি, এয়ার ফোর্স এই তিন বাহিনীর সেনা প্রধান। এখানে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ , অজিত ডোভাল। জেনারেল বিপিন রাওয়াতের ইউনিট, ৫/১১ গোর্খা রাইফেলস, তার শেষকৃত্যের ব্যাবস্থাপনা করেন। তিনি এই ইউনিটে কমিশন পান এবং পরবর্তীকালে এই ইউনিটকে কমান্ড করেন। ১৭ বার তোপধ্বনির মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয় দেশের প্রথম সিডিএসের।

Related posts

ছাত্রদের জন্য বানানো কেকে মেশালেন স্বামীর বীর্য! স্কুল শিক্ষিকার ভয়ানক কাজে হতভম্ব সকলে

News Desk

মাংস রাঁধতে রাজি না হওয়ায় ক্রুদ্ধ হয়ে পোষা কুকুর দিয়ে আক্রমণ করলেন ভৃত্য কে! পরিনতি ভয়াবহ

News Desk

পুরুষাঙ্গ লাগানো পানীয় ব্যাগ! থাইল্যান্ডের ক্যাফের কীর্তিতে শোরগোল, ব্যাপারটা কি?

News Desk