Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আকাশের বুক চিরে রহস্যময় চোঁখ ধাঁধানো আলো পাঞ্জাবের পাঠানকোটে! UFO নাকি? জল্পনা!

হঠাৎ করেই আকাশে অনেকটা আলো। আচমকা এতো আলো দেখে সেখানকার স্থানীয়রা আতঙ্কিত। এটা কি কোনও অজানা গ্রহের মহাকাশযান নাকি ভগবানের রথ? কেউ কিছু বুঝতে পারলেন না। গত শুক্রবার সন্ধ্যের দিকে পাঞ্জাবের পাঠানকোট এলাকার আকাশে দেখা গেলো এই অদ্ভুত আলো। মূলত পাঠানকটের চাক্কি ব্যাংক থেকে পাঠানকোট রেল স্টেশণের দিকের আকাশে দেখা গিয়েছে এই আলো। আসলে ব্যাপারটা কি হয়েছিল আসুন জেনে নেওয়া যাক।

এই অদ্ভুতুরে ঘটনা ঘিরে গোটা পাঞ্জাব তোলপাড়। জানা গিয়েছে, উজ্জ্বল এক আলোর রেখা এদিন সন্ধেয় ৬.৫০ নাগাদ আচমকা আকাশ জুড়ে দেখা যায়। স্থানীয়দের দাবি, আকাশের এক দিক থেকে অন্যদিকে ছুটে যাওয়া সেই অদ্ভুত আলোতে প্রায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়। সেই আলো স্থায়ী হয়েছিল প্রায় পাঁচ মিনিট পর্যন্ত বলে স্থানীয় সূত্রে দাবি। পাঠানকোটের আকাশে মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া এই অলৌকিক আলো। যা নিয়ে নেটপাড়ায় নানাধরনের গুজব ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় উৎসাহী জনতার করা ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল।

প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, ওই আলো কোনও অলৌকিক বা মহাজাগতিক ঘটনা নয় পঞ্জাবের আকাশের। বরং একটা স্যাটেলাইটের আলো ওটা। এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি, ওই আসলে Elon Musk-এর Starlink স্যাটেলাইটের কারণে আলোটি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, স্যাটেলাইটের আলো চোখে পড়েছে Low Orbit-এ চলে আসার কারণেই। তবুও অনেকেই বিষয়টিতে সাংঘাতিক আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন গুজবের কারণে।

Related posts

গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিয়েছিল! ট্যাটুর মাধ্যমে অভিনব উপায়ে বদলা নিল বয়ফ্রেন্ড

News Desk

মহালয়ায় যোগদান করতে গিয়ে তলিয়ে গেলেন বহু মানুষ! স্বজনহারার হাহাকার বামনহাটে

News Desk

প্রেমিকার স্নান করার অশ্লীল ভিডিয়ো রেকর্ডিং! বিয়ের পরও চলত ব্ল্যাকমেল! তারপর..

News Desk