Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জানুয়ারি থেকে ডিসেম্বর: ইংরাজি মাসগুলির নামকরণ কি অনুসারে হয়েছে ?

প্রতিদিনের কাজে কর্মে সারা পৃথিবী জুড়েই মোটামুটি মেনে চলা হয় ইংরেজি ক্যালেন্ডার। এ ক্যালেন্ডার কে অনেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে ডাকেন। ১৫৮২ সালে পোপ গ্রেগরি প্রাচীন রোমান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন ক্যালেন্ডার বানান। তাঁর নাম অনুসারেই এই ক্যালেন্ডারের নাম হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পূর্বে প্রচলিত ছিল জুলিয়ান ক্যালেন্ডার। বলা যায় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার এর পরিবর্তিত রূপ। দিনের সংখ্যার বিচারে সামান্য হেরফের থাকলেও মাসের নামগুলো কিন্তু দুই ক্যালেন্ডারেই এক। জুলিয়ান ক্যালেন্ডার বানান রোমান সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপুর্ব ৪৫ শতাব্দীতে। তার আগে প্রচলন ছিল রোমান ক্যালেন্ডারের।

ইংরেজি বছরের ১২ মাসের নামের সাথে জড়িয়ে রয়েছে প্রাচীন রোমান গ্রিক দেব দেবী এবং সম্রাটের নাম। জেনে নিন ১২ মাসের নামের ইতিকথা-

জানুয়ারি:

জানুয়ারি মাসের নামকরণ হয়েছে রোমান দেবতা জেনাসের নামে। এই দেবতার বর্ণনা অনুযায়ী এর সামনেও পিছনে দুটি মুখ থাকার কারনে জেনাস দুটি মুখ দিয়ে পুরনো ও নতুন উভয় বছরই দেখতে পাবেন, এই ধারণা থেকে নামকরণ। অবশ্য অনেক আগে জানুয়ারি ক্যালেন্ডারের প্রথম মাস হিসেবে গণ্য হতো না। খ্রিস্টজন্মের প্রায় ৬৯০ বছর আগে সম্রাট নুমো পম্পিলিস জানুয়ারি মাসকে বছর প্রথম মাস হিসেবে ঘোষণা করেন।

ফেব্রুয়ারি:

প্রাচীন রোমান যুগে এই মাসে ‘ফেব্রুয়া’ নামে এক উৎসব চলত গোটা মাস জুড়ে। এটি মূলত একটি শুদ্ধিকরণ উৎসব। এই উৎসবের অঙ্গ হিসাবে ছাগলের চামড়া দিয়ে নির্মীত চাবুক ‘ফ্রেব্রুয়া’ দিয়ে সন্তানহীন মহিলাদের আঘাত করা হত। বিশ্বাস ছিল এর ফলে তাঁরা পবিত্র হয়ে সন্তানের জন্ম দেবেন। খ্রিষ্টপূর্ব ৬৯০ সালে দিকে, তৎকালীন রোমান সম্রাট ‘নুমা পম্পিলিয়াস’ ফেব্রুয়া উৎসবের নাম থেকে মাসটির নামকরণ করেন ফেব্রুয়ারি।

মার্চ:

প্রাচীন রোমান যুগে মার্চ মাস ছিল বছরের শুরুর মাস। এই সময়ে রোমানরা উৎসবে মেতে উঠতো। এবং যুদ্ধ বিবাদ বন্ধ রাখো। সমস্ত যুদ্ধ মার্চ মাসে বন্ধ রেখে রোমান যুদ্ধের দেবতা ‘মার্স’কে শ্রদ্ধা জ্ঞাপন করতেই তাঁর নাম অনুসারে এই মাসের নামকরণ হয় মার্চ।

এপ্রিল:

এপ্রিল মাসের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে। কারো মতে এপ্রিল শব্দের ল্যাটিন ভাষায় অর্থ দ্বিতীয়। প্রাচীন রোমান যুগের যেহেতু এটি ছিল বছরের দ্বিতীয় মাস তাই এর নামকরণ। আবার এটাও মনে করা হয় ল্যাটিন শব্দ ‘এপ্রায়ার’ থেকে এপ্রিল হয়েছে। এপ্রায়ার মানে প্রস্ফুটিত হওয়া। এপ্রিল মাসে ফুলে নতুন কুঁড়ি প্রস্ফুটিত হয় তাই এর থেকে এপ্রিল নামটা এসেছে। আবার আরেক মত অনুযায়ী এপ্রিল নামটা এসেছে, রোমান দেবী ‘আফ্রোদিতির’ থেকে।

মে:

মে মাসের নাম রাখা হয়েছিল করা হয়েছিলো বৃক্ষ উৎপাদনের রোমান দেবী ‘মাইয়া’ এর নাম থেকে।

জুন:

জুন মাস ছিল রোমানদের বিয়ের মাস। আর এই মাসের নামকরণও করা হয়েছে, বিবাহের দেবতা রাণী ‘জুনো’ এর নামানুসারে।

জুলাই:

জুলাই মাসের নামটি এসেছে পৃথিবী বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের নামে। এই জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারটি প্রথম বানিয়েছিলেন। জানা যায় জুলিয়াস সিজারের জন্ম নাকি এই মাসে।

আগস্ট:

জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন তার ভাইপো অগাস্টাস সিজার। জুলিয়াস সিজারের পর তিনিই সিংহাসনে বসেছিলেন। মনে করা হয়, খ্রিস্টপূর্ব অস্টম শতাব্দী নাগাদ অগাস্টাসের নাম অনুযায়ী এই মাসের নাম রাখা হয় অগাস্ট। আবার কারো মতে অগাস্টাস সিজার নিজেই এই নাম রাখেন।

সেপ্টেম্বর:


ল্যাটিন ভাষায় ‘সেপ্টেম’ অর্থ হচ্ছে সাত। প্রাচীন রোমান ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাস থেকে বছর শুরু হয়ে সেপ্টেম্বর ছিল সপ্তম মাস। খ্রিস্টপূর্ব ৪৫ সালে যখন জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার এর প্রবর্তন করলেন তিনি নতুন দুই মাস জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি বছরের শুরুতে যোগ করলেন আর সেপ্টেম্বর হয়ে গেল নবম মাস।

অক্টোবর:

ল্যাটিন ভাষায় ‘অক্টো’ মানে আট আর প্রাচীন রোমান ক্যালেন্ডারে অষ্টম মাস বোঝাতে এই মাসের নাম রাখা হয় অক্টোবর। পরে জুলিয়ান এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর হয় দশম মাস।

নভেম্বর:

নভেম্বর মাসের নাম একই ভাবে এসেছে ল্যাটিন শব্দ ‘নভেম’ থেকে যার অর্থ নবম।

ডিসেম্বর:

একইভাবে ল্যাটিন শব্দ ‘ডিসেম’ থেকে এসেছে ডিসেম্বর মাসের নামটি। ডিসেম শব্দের অর্থ দশম।

Related posts

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকান! সেখানেই ৫ মিনিটে কিভাবে ঘটে গেল ভয়ঙ্কর ডাকাতি

News Desk

শরীরী প্রলোভনে সাড়া না দেওয়াতেই বিপদ! প্রতিবেশীর পুরুষাঙ্গ কাটল বিবাহিতা মহিলা

News Desk

পাকা রাস্তা না হলে বিয়ে করবো না! দাবীতে টনক নড়ল প্রশাসনের

News Desk