Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়েতে এবারে উপহার দিন মহার্ঘ্য পেট্রল-ডিজেল! অভিনব ভাবনা ইন্ডিয়ান অয়েলের

বিয়েতে কী গিফট দেওয়া যায় তাই নিয়ে ভেবে কুল পান না অনেকেই। অনেকেই প্রিয় বন্ধু বা আত্মীয় স্বজন এর বিয়েতে দিতে চান এমন কোনো উপহার যা তাদের কাজে লাগবে। আজকাল অনেকেই নানা বিপননী সংস্থার ভাউচার উপহার দিয়ে থাকেন। অনেকে গোল্ড ভাউচারও উপহার দিয়ে থাকেন। মহার্ঘ্য উপহার দিতে চেয়ে নতুন নতুন উপহার এর খোঁজ করেন সকলে। এই সব ভেবেই অভিনব উপহারের আইডিয়া নিয়ে হাজির হল ইন্ডিয়ান অয়েল (IndianOil)।

জ্বালানির দাম বর্তমানে আকাশ ছুঁয়েছে আর তার কারণে আমজনতার অবস্থা বেশ শোচনীয়। তাই বিয়ের মরশুমে এই অভিনব উপহারের আইডিয়া আনলো জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল। তারা বাজারে আনল ই-ফুয়েল ভাউচার (E-Fuel Voucher)। অনলাইনে কেউ অর্ডার করলেই এই ফুয়েল ভাউচার পৌঁছে যাবে ক্রেতা ব্যক্তির কাছে। এই কার্ডের মাধ্যমে সেই নির্দিষ্ট সংস্থার রিটেল আউটলেট থেকে পেট্রল, ডিজেল কিংবা গাড়ির জন্য প্রয়োজনীয় লুব্রিক্যান্ট কেনা যেতে পারে। এমনটাই জানাচ্ছে তাদের এই সংস্থার নতুন বিজ্ঞাপন।

আর ক্রমবর্ধমান পেট্রোল মূল্যের সুবাদে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ইন্ডিয়ান অয়েলের নতুন বিজ্ঞাপন। টুইটারে সংস্থার তরফে লেখা হয়েছে, নিজের কাছের মানুষের নতুন জীবনের শুরুকে আরও বিশেষ বানান। বিবাহ অনুষ্ঠান কে মনের মত করে রাখতে দিন বিশেষ উপহার। ইন্ডিয়ান অয়েলের ই-ভাউচার ক্রয় করুন আজই।” এই বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। কেউ না লিখেছেন, “লোকে জ্বালানির ক্রমবর্ধমান দামে সমস্যায় ওষ্ঠাগত। আর আপনারা এটা নিয়ে ব্যবসা করছেন।” কেউ বলছেন, “ঠিকই আছে, এখন যেহেতু মহার্ঘ্য পেট্রল-ডিজেল। তাই এবার বিয়ের অনুষ্ঠানে দামি উপহারের বদলে ই-ভাউচার দিতে হবে।”

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, এই ভাউচারের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে। সর্বাধিক ভাউচার ক্রয় করা যাবে ১০ হাজার টাকার। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ই-ভাউচার। ১৮ বছরের বেশি বয়স হলেই অনলাইনে ভাউচারটি কেনা যাবে। সাথে দিতে হবে মোবাইল নম্বর। একটি মোবাইল নম্বরের বিনিময়ে একটি ভাউচারই ইস্যু করা যাবে। আপনিও দেবেন নাকি প্রিয়জনের বিয়েতে এই বিশেষ উপহার।

Related posts

শরীরে একাধিক অন্য অসুখ, হার্ট অ্যাটাক সত্ত্বেও ৯৯ বছরে করোনা কে জয় বৃদ্ধার; আপ্লুত সকলে

News Desk

দৈনিক চার লাখ থেকে কমতে কমতে এক লাখের কাছাকাছি পৌঁছল করোনা সংক্রমন, কমলো মৃত্যুও

News Desk

স্নেক ভেনম বিয়ার! মাত্র এক বোতল পান করলেই হতে পারে মৃত্যুও

News Desk