Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
Uncategorized

মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে কী বলেন মানুষ? এই নার্স এর অভিজ্ঞতা শুনলে গায়ে কাঁটা দেবে

মৃত্যুর পরে কি হয় বা মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কেমন অনুভূত হয় মানুষ কি দেখে চোখের সামনে তাই নিয়ে বরাবরই কৌতুহল রয়েছে মানুষের। এই নিয়ে ব্যাখ্যা আছে বহু ধর্ম বা ধর্মীয় বইয়ে। বা অনেক মানুষ অনুভুত করেছে কিছু অদ্ভুত অভিজ্ঞতা। এই নিয়ে বহুবার নানা চর্চা হয়েছে। এবার সামনে এলো এমনই এক অভিজ্ঞতার বয়ান। যা শুনলে বেশির ভাগ মানুষের গায়ে কাঁটা দেবে।

আমেরিকার কর্মরত এক নার্স এ বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তার টিকটক অ্যাকাউন্টে। জানিয়েছেন তার কর্মজীবনে বেশিরভাগ মৃত্যুপথযাত্রী মানুষ মৃত্যুর আগের মুহূর্তে ঠিক এই কথাটাই বলেন। জুলি পেশায় একজন নার্স, তার পাশাপাশি টিকটকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ভালই তার ফলোয়ারের সংখ্যা। তাই নিজের অভিজ্ঞতা শেয়ার করতে টিকটক কেই বেছে নিয়েছেন।

জুলি নার্স হিসাবে গত পাঁচ বছর ধরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে একটি হাসপাতালে কর্মরত। এর আগে ন’বছর আইসিওতে নার্স হিসেবে কাজ করেছেন তিনি। তার এই দীর্ঘসময় কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাঁর অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন, এমন এমন রোগীর শুশ্রূষা তাকে করতে হয়েছে যে কোনও সময় মারা যেতে পারেন। এমনকি চোখের সামনে মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখেছেন বহু মানুষ কে।

জুলি তার ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটিতে জানিয়েছেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বেশিরভাগ রোগীর নিঃশ্বাস নেবার পদ্ধতিতে পরিবর্তন আসে। এছাড়া পাল্টে যায় ত্বকের রঙ, চোখমুখ। বারবার নিজের পুরনো সময়ের কাছের বন্ধুদের নাম নেওয়ার প্রবণতা দেখা যায়। এরপর জুলি আরও জানান,’ বেশিরভাগ মানুষ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমি তোমাকে ভালোবাসি এই কথাটি বলে থাকেন। তাঁরা তাঁদের মৃত বাবা মাকে দেখতে পান, বা তাদের স্মৃতি ভিড় করে আসে । এমনকি খুব কাছের কেউ মারা গেলে তাদের ছায়া দেখতে পান। তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষজন ফিরে আসছে এমন দৃশ্য দেখতে পেয়েছেন বহু রোগী’।

Related posts

শত্রুপক্ষের আকাশে অগ্নিবৃষ্টি করবে ভারতের এই নতুন মিশাইল। জানুন বিস্তারিত

News Desk

Tauktae Cyclone: Cyclone Taute wreaks havoc in Gujarat and Maharashtra, catastrophic

dainikaccess

গত ২৪-ঘণ্টায় ভারতে হ্রাস পেয়েছে দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

News Desk