সুরক্ষিত যৌন সঙ্গমের জন্য কন্ডোমের কোনও বিকল্প নেই। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানোর পাশাপাশি প্রাণঘাতী যৌন রোগ যেমন এইচআইভি-র ইত্যাদিও এড়ানোও যায়। তবে দেখা যায় উত্তেজনার বশে সেক্স করার সময় অনেক পুরুষই কন্ডোম খুলে ফেলেন।
আর এই ধরনের কাজকেই অপরাধ হিসেবে ঘোষণা করলো নিউজিল্যান্ডের একটি আদালত। এনজি হেরাল্ডের একটি প্রতিবেদন অনুসারে, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। মহিলার দাবি করেছেন যে, ওই ব্যক্তি তাকে অন্ধকারে রেখে সঙ্গমের সময় কন্ডোম খুলে ফেলেছেন।
আর এই ঘটনা মেনে নিতে না পেরে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ওয়েটিংটনের কোর্টে ওই ব্যক্তির বিরুদ্ধে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাসভঙ্গ এবং ধর্ষণের মামলা দায়ের করেছেন সেই মহিলা। অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলাটি বিচার করেছে নিউজিলান্ডের আদালত।
আদালতের রায় অনুযায়ী মহিলা সঙ্গিনীর বিশ্বাস কে মর্যাদা না দিয়ে কন্ডোম খোলা গুরুতর অপরাধ। এতে অনাকাঙ্ক্ষিত ভাবে গর্ভবতী হতে পারেন ওই মহিলা। শারীরিক, মানসিক ও পারিবারিক ভাবেও হেনস্তার শিকার হতে পারেন তিনি। এতে আমন্ত্রণ দেওয়া হচ্ছে যৌন রোগকেও।
এমনকী আদলত এই ধরনের আচরণকে ক্ষমার অযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন বলেও ভৎসর্না করেছে। আদালতের এই রায়ে ওই ব্যক্তির হাজতবাসের সাজা হতে পারে। সেক্স করার সময় সঙ্গিনীর কে না জানিয়ে কন্ডোম খুলে ফেলার ঘটনা আমেরিকা, ব্রিটেন ইত্যাদি দেশে অপরাধ হিসেবে মানা হয়। আইনের চোখে তা প্রতারণা।