Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
Uncategorized

ভয়ঙ্কর! খেলাচ্ছলে ১১ মাসের শিশুর মাথা আটকে গেল হাঁড়িতে

একরত্তি ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে বিপদ বাঁধিয়ে বসল অবুঝ শিশুমন! খেলতে খেলতে ১১ মাসের শিশুর মাথায় আটকে গেল হাঁড়ি। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালোপুর বিশ্বাসপাড়া এলাকায়।

চিকিত্সক ও দমকলের দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় মাথায় আটকে যাওয়া সেই হাঁড়ি কেটে বের করা সম্ভব হয়েছে। আপাতত সুস্থ আছে খুদে দেবরাজ। ছেলেকে সুস্থ অবস্থায় কোলে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন মা অনিতা সরকারও।

ওই শিশুর মা জানিয়েছেন, তিনি তখন ঘরে ছিলেন না। তাঁর দুই ছেলে খেলা করছিল। পাশেই ছিল একটা হাঁড়ি। খেলাচ্ছলেই বড় ছেলে একরত্তি ভাইয়ের মাথায় হাঁড়ি বসিয়ে দিয়েছিল। আর তাতেই ১১ মাসের দেবরাজের মাথায় আটকে যায় হাঁড়িটি।

সঙ্গে সঙ্গেই মা-কে গিয়ে জানায় অনিতাদেবীর বড় ছেলে। ঘরে এসে এই কাণ্ড দেখে তাঁর চক্ষু থ হয়ে যায়। বাড়ির লোকেরা খানিকক্ষণ চেষ্টা করেও হাঁড়ির ভিতর থেকে মাথা বের করতে না পারলে, সঙ্গে সঙ্গে ওই শিশুকে নিয়ে বনগাঁ হাসপাতালে ছুটে যান। বনগাঁ হাসপাতালে চিকিত্সক ও দমকলের চেষ্টায় শেষমেশ হাঁড়ি কেটে বের করা হয়।

এ বিষয়ে বনগাঁ ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার শম্ভু কুণ্ডু জানান, “হাসপাতাল থেকেই আমাদের কাছে খবর যায়। আমরা দেরি না করে ছুটে আসি। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় শিশুর মাথা থেকে হাঁড়ি কেটে বের করে সম্ভব হয়েছে। সুস্থ, স্বাভাবিকভাবে ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি।”

Related posts

মানুষ না থাকলেও বেচে থাকবে এই প্রাণী! জানেন পৃথিবীর সব চেয়ে শক্তিশালী প্রাণী কোনটি

News Desk

ফুলসজ্জার রাতে বরকে বোকা বানিয়ে পালালো কনে! টের পেতেই মাথায় হাত বরের

News Desk

সেক্স লাইফ ভালো রাখতে সবচেয়ে বেশি কি দরকার! যৌন বিশেষজ্ঞদের থেকে জানুন

News Desk