Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আপনার উপর মারাত্মক রেগে যাবে আপনার স্ত্রী! তাই স্ত্রীর সামনে এড়িয়ে চলুন এই ৫টি বিষয়!

ভুল করা যেন মানুষের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে । সে যে সম্পর্কই হোক না কেন ভুল ত্রুটি হবেই। তাই স্বাভাবিক ভাবেই কোনও না কোনও ভুল থাকবেই স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী – স্ত্রী উভয়েরই এমন কিছু জিনিস আছে যা তাদের সঙ্গী বা সঙ্গীনির অপছন্দ। তাই দুজনকেই সম্মিলিত ভাবে সমাধান করতে হবে। স্বামীর এমন কিছু ভুলের মধ্যে পাঁচটি ভুল এখানে তুলে ধরা হয়েছে।

অগোছানো কাপড়:

নিজের কাজ নিজে করার চেষ্টা করুন বাড়িতে যদি কাজের লোক না থাকে। কারণ কখনই আপনার স্ত্রী আপনার দাসী নয়। বাড়িতে আপনি কাপড় এলোমেলো করে রাখতে পারেন এক দুইদিন কিন্তু যদি প্রতিদিন বিষয়টি হয় তবে তা অবশ্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

ইশারায় উত্তর:

আপনার স্ত্রীর সাথে কথা বলার সময় যদি আপনি শুধুমাত্র ঘাড় নেড়ে জবাব দিতে থাকেন। এর মাধ্যমে বোঝাচ্ছেন যে মোটেও আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছেন না, যা মোটেও গ্রহণযোগ্য না একজন স্ত্রীর জন্য। আপনি যদি নির্দিষ্ট বিষয়ে কথা বলতে না চান তবে বিষয়টি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলুন।

অপরিচ্ছন্ন থাকা:

আপনার উচিত হবে নিজেই ওয়াশরুম বা বেসিন পরিষ্কার করা সে আপনি শেভ আর ট্রিম যাই কররান । কারণ আপনার স্ত্রীও ব্যবহার করেন একই ওয়াশরুম। কিন্তু অনেকসময় দেখা যায় আপনি পরিষ্কার না করেই উঠে পড়েছেন। ঘরে । এজন্য দুজন মিলেই ঘর,ওয়াশরুম পরিষ্কার রাখার চেষ্টা করুন।

শিশুর মত আচরণ:

আপন মানুষের কাছে আমরা সবাই একটু আরাম চাই দিন শেষে। কিন্তু এখন যদি আপনি শিশুদের মত আচরণ করেন তাহলে আপনার স্ত্রীর বিষয়টি গ্রহণযোগ্য না। আপনি আপনার স্ত্রীর কে কাছে পেতে চাইলে বা তিনি আপনাকে দেখে তখনি আকর্ষিত হবেন যখন দুজনে নিজেদের সাথে সময় কাটান । আপনার স্ত্রী নিজে থেকেই করবে আপনার কোন কিছুর প্রয়োজন হলে।

এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলা:

অনেকের জীবনে প্রেমিকা থাকে বিয়ের আগে। কিন্তু যদি সেই সাবেকের বিষয়টি বারবার সামনে আসে বিয়ের পরেও তাহলে কোন স্ত্রীর জন্য তা সুখকর না। এজন্য স্ত্রীকে নিয়ে সুখে থাকার চেষ্টা করতে হবে অতীতকে ভুলে গিয়ে। বিষয়টি অনুসরণীয় স্বামী, স্ত্রী দুজনের জন্য।

Related posts

পুজোর আগেই ত্বকের জেল্লা বাড়ান ঘরোয়া পদ্ধতিতে, রইল ৩টি ফেসপ্যাক যা ম্যাজিকের মত কাজ করবে

News Desk

এবার থেকে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবে আমজনতা, মিলবে দৈনিক টিকিট

News Desk

গৃহবধূর প্রেমের টানে বর্ধমান থেকে ডায়মন্ড হারবারে! দেখা না হওয়ায় অভিমানে যুবক যা করলেন

News Desk