Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

তুরস্কে আমার বিয়ের খরচ দেয়নি ওরা! Biye- সহবাস প্রসঙ্গে নিখিল জৈন কে কটাক্ষ নুসরাত এর

টলিউডে বর্তমানে বিতর্কিত বলতে গেলে সবার প্রথমে একটাই নাম আসে তা হল অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান । আসলে তিনি যা করেছেন তা বিতর্ক তৈরী করা ছাড়া আর কিছু নয় এই যেমন তার সঙ্গে নিখিল জৈনের সম্পর্কে ভাঙন, নিজেদের বিয়ে পর্যন্ত অস্বীকার, টলিউডের অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সঙ্গে প্রেম এবং যশ ও তার সন্তানের জন্ম। নুসরাত এই একের পর এক যেভাবে বিতর্কিত কাজ করেছেন তা বাংলা তথা সারাদেশে ছড়িয়ে দিয়েছিলো তার বদনাম। কিন্তু আজ অবধি নুসরাত কোনও কথা সেভাবে বলেননি। তবে তিনি কিন্তু কারও কথায় কান না দিয়েই নিজের জীবন বাঁচছেন । আর সেজন্যই এক ইংরেজি সংবাদ মাধ্যমে নিন্দাকারীদের সপাটে চর মারলেন নিজের জবাবে।

ঠিক কি বললেন তিনি সাক্ষাৎকারে ?

কাপড় ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে বিয়ে এবং পরবর্তীকালে তা অস্বীকার করা নিয়ে এই সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে স্পষ্টই জানান নুসরত, ‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত । এই নিয়ে কারও কোনও কথা বলা উচিত নয় বলেই আমার মনে হয়।’ তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছিলেন নুসরত নিখিলের সঙ্গে সম্পর্কের ইতি নিয়ে। সঙ্গে যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্কের কথা তখন থেকেই শোনা যাচ্ছিল। যশের সঙ্গে তাঁর প্রেমের কথা পরে নিজেই প্রকাশ্যে আনেন।

lesser known facts about Nusrat Jahan

একটাই কথা বলতে চাই তাঁদের যাঁরা আমার বিয়ে নিয়ে নানা রকম কুমন্তব্য করছেন। যে আমি আমার বিয়ের সমস্ত খরচ বহন করেছি। সুতরাং কারও কোনও মন্তব্য করা উচিত নয় এই নিয়ে। আর কারও বিরুদ্ধে মন্তব্য করা খুব সহজ সত্যি না জেনে। তবে আমি এসব কানে তুলি না!

নুসরত সংবাদমাধ্যমে আরও জানিয়েছেন, এখন অভিনয় এবং রাজনীতি মন দিয়ে করতে চান সব বিতর্ক ভুলে। পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে শীঘ্রই তিনি অংশ নেবেন।

Related posts

আফানিস্তানে কায়েম তালিবান শাসন! স্বাধীনতা হারিয়ে আবার অন্ধকার ফতোয়া-যুগে আফগান মেয়েরা

News Desk

ছোট্ট মেয়েকে বিক্রির চেষ্টা মায়ের, পুরসভার ঠিকে কর্মী মাসীর চেষ্টায় রক্ষে পেল একরত্তি

News Desk

মায়ের অগোচরে মোবাইল নিয়ে খেলছিল! আচমকাই যে কান্ড ঘটিয়ে বসলো ২ বছরের শিশু

News Desk