Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

KBC তে আকবরের নাতিদের নিয়ে এই প্রশ্নের উত্তর না জানায় ৭ কোটি অধরা রাজস্থানের গৃহবধূর ! আপনি জানেন?

জনপ্রিয় কুইজ শো কাউন বানেগা ক্রোড়পতি। বহু মানুষের ভাগ্য বদলানো ছাড়াও এই শো দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় এর অজানা নানা বিষয়ে প্রশ্ন উত্তরের জন্য। বেশ কিছু মানুষ এই কেবিসির সিজনে প্রশ্ন উত্তরের খেলায় দর্শকদের চমকে দিয়েছে। যেমন রাজস্থানের এক গৃহবধূ যার নাম গীতা সিং গওর। কেবিসি-র ১৩ নম্বর সিজনর তৃতীয় কোটিপতি ইনি। আর এই কারণেই গীতা সম্প্রতি গোটা দেশের কাছে এক চর্চিত নাম হয়ে গেছে। কিন্তু এক কোটি টাকা জিতলেও গীতা থমকে গেলেন ৭ কোটি টাকার প্রশ্নের উত্তরে। হিমানী বুন্দেলা, সাহিল আহিরওয়ালের পর তিনিও আটকালেন একেবারে শেষ জ্যাকপট প্রশ্নে। আর কোনও লাইফলাইন এর সাহায্য না থাকায় শো শেষ করতে হল ১ কোটি নিয়ে।

কিন্তু কোন প্রশ্ন যা আটকে দেয় গীতা কে? দেখে নিন আপনি সেই প্রশ্নের উত্তর জানেন কিনা।

প্রশ্ন টি হল এদের মধ্যে কোনটি নামটি আকবরের তিন নাতির নাম নয়, তাদের খ্রিস্টধর্ম গ্রহণকালে যখন জাহাঙ্গীর তাদের, জেসুইট যাজকদের হাতে তুলে দিয়েছিল? 

৪টে অপশন দেওয়া হয়েছিল…

ডন ফিলিপ, ডন হেনরিক, ডন কার্লোস, ডন ফ্রান্সিস্কো। সঠিক উত্তর ডন ফ্রান্সিসকো।

এই প্রশ্নটিই করার পর অমিতাভ বলেন, ‘এটা মানা হয় জাহাঙ্গীর ছিলেন একজন নাস্তিক। তিনি তাঁর ভাইয়ের তিন ছেলেকে এক জেসুইট যাজকের কাছে সমর্পণ করেছিলেন। এরপরের সময় তাঁদের আগ্রায় ক্রস আর পর্তুগিজ পোশাক পরে দেখা যাওয়ার কথা উল্লেখ আছে। তাঁদের নামও পরিবর্তন করে খ্রিস্টীয় নাম রাখা হয়। যদিও কিছুদিনের বাদেই তাঁরা ফের ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।’ এই তথ্যের উপর নির্ভর করা প্রশ্নের সম্মুখীন হয়েই শো তে থাকতে হল গীতা সিং গওর কে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে গীতা বলেছেন, বহু বছর ধরে কেবিসির শো তে অংশ গ্রহণের জন্য চেষ্টা করছেন তিনি। কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার জন্য পড়াশোনা করা হয়নি তাঁর। ৩০ বছর বয়সে এসে তিনি ফের আইন নিয়ে নিয়ে পড়াশোনা শুরু করেন। কেবসিতে আসার স্বপ্ন সফল করে, অমিতাভের সাথে কৌন বনেগা ক্রড়োরপতি খেলার সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি।

Related posts

দক্ষিন কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক! এর অজানা তথ্যগুলি জানেন?

News Desk

৭ ডিসেম্বর: প্রথম বিধবা বিবাহ এবং আরো কিছু স্মরণীয় ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

অশুভ শক্তির কবল থেকে উদ্ধার করতে মার বাবা-মার! হাসপাতালে নিলেও বাঁচলো না শিশুকন্যার

News Desk