Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

স্ত্রী পিয়ার সঙ্গে ডিভোর্স এর ঘোষনা গায়ক অনুপম রায়ের! বিবৃতি দিয়ে নিজেই জানালেন কারন

স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায় (Anupam Roy)। টুইটারে বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা জানান অনুপম। ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিচ্ছেদের পরও বন্ধু থাকবেন, জানালেন অনুপম।

অনুপম তাঁর বিবৃতিতে লিখেছেন, “আমরা, অনুপম ও পিয়া দুজনে মিলে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্বাধীন ভাবে বন্ধু হিসেবে থাকব আমরা।” বিবৃতিতে তাঁদের দীর্ঘদিনের পথচলাকে ‘সুন্দর’ আখ্যা দিয়ে গায়ক আরও লিখেছেন,

“আমাদের এই যাত্রা ছিল নানা অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতিতে ভরা। যাইহোক, আমাদের কাজের তফাৎ রয়েছে। সেখান থেকেই মনে করি আমাদের দু’জনের স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। আমরা এর আগেও ভালো বন্ধু ছিলাম। ভবিষ্যতেও একে অপরের ভালো বন্ধু থাকবো। এবং দু’জনেই দু’জনের জন্য ভালো জীবনের কামনা করবো।

আমরা আমাদের বন্ধু , পরিবার এবং আমাদের যারা ভালো চান, তাঁদের সকলের কাছেই কৃতজ্ঞ। তাঁরা সকলেই আমাদের জীবনে নানা ভাবে সাহায্য করেছেন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে। আমরা চাইব ভবিষ্যতেও আমাদের এই সিদ্ধান্তে আপনারা সকলে পাশে থাকবেন। আমাদের এই নতুন সম্পর্ককে আপনারা সকলেই সঠিক ভাবে নেবেন। “”

অনুপম রায় (Anupam Roy-piya)। বাংলা শুধু নয় বলিউডেও নিজের গান দিয়ে পরিচিতি তৈরি করেছেন তিনি। জাতীয় পুরস্কারেও ভরে গিয়েছে তাঁর ঝুলি। অনুপম রায় নিজের চাকরি জীবন থেকে বিরতি দিয়ে বেছে নিয়েছিলেন গানকে।

অনুপম রায়(Anupam Roy-piya) ২০১৫ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তীকে।এটি তাঁর দ্বিতীয় বিয়ে। পিয়ার সঙ্গে একাধিক কাজ করেছেন অনুপম। পিয়া অনুপম রায়ের দীর্ঘ দিনের বান্ধবী ছিলেন। সেই জানা পরিচিতি থেকেই বিয়ে। পিয়া নিজেও গান করেন। তবে অনুপম রায়ের মতো জনপ্রিয়তা তাঁর ছিল না। তাঁদের এই এত গুলো বছরের সংসার দেখে সকলেই বেশ সুখের মনে করেছিলেন। কিন্তু কোথাও হয়তো তাল কেটে গেছিল। তাই বিচ্ছেদের পথ বাছাই শ্রেয় মনে করলেন গায়ক।

Related posts

লাগবে না বন্ধক , এই কারণটির জন্যে করোনা কালে ৫ লক্ষ টাকার ঋণ দিতে প্রস্তুত SBI

News Desk

প্যান্টের পকেটে চিনা সংস্থা One Plus এর মোবাইল ফেটে বিস্ফোরণ! চামড়া পুড়ে আহত যুবক

News Desk

আজ মহান বিজয় দিবসের ৫০ বছর! জানুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে রূপ নিল ভারত পাকিস্তান যুদ্ধের

News Desk