Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নিজের শরীরে নিজে কাতুকুতু বা সুড়সুড়ি দিলে লাগে না কেন? হাসি বা অনুভূতি না হওয়ায় কারণ কি?

শরীরের স্পর্শকাতর অংশে কেউ সুড়সুড়ি দিলে অদ্ভুত অনুভূতি হয়। হাসি পায় বা মনে হয় ছোটো কোনো পোকা হেঁটে যাচ্ছে। সবচেয়ে বেশি সুড়সুড়ি অনুভূত হয় পায়ের পায়ের নিচে। সেখানে কেউ স্পর্শ করলে কিংবা সামান্য কিছু দিয়ে সুড়সুড়ি দিলেই পা কুঁচকে যায়, পায়ে কাতুকুতু লাগে, পা যেন চুলকায়! এমন পেটে, কোমরে, বা বগলেও হয়। কিন্তু এই বিষয়টি যদি নিজে নিজে করতে যান। নিজেকে কখনও সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করে দেখেছেন? নাহ্‌, কিচ্ছু অনুভূত হয় না। কিন্তু কেন হয় এমনটা জানেন?

আমাদের মস্তিস্ক আমাদের শরীরের স্পর্শকাতর অংশে সুড়সুড়ি দেওয়ার অনেক আগে থেকেই অনুভব করতে পারে! অর্থাৎ দেহের কোন অংশে সুড়সুড়ি দিতে যাওয়া হচ্ছে তা সম্পর্কে আগে থেকেই জেনে যায় আমাদের মস্তিস্ক ; এই আগে থেকে জানার কারণেই সুড়সুড়ি অনুভূত হয়না! অন্য কেউ সুড়সুড়ি দিলে এই আগে থেকেই জানার ব্যাপার টা কিন্তু হয়না!

সেরেবেলাম নামে একটি অংশ আছে আমাদের মস্তিষ্কের পেছন দিকে যা শরীর দ্বারা নাড়াচাড়া সম্পর্কে জানে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেরেবেলামের সকল স্নায়ুকোষ নিয়েই গঠিত। নিজেকে যখন আপনি সুড়সুড়ি দেয়ার চেষ্টা করবেন তখন আপনার অঙ্গের নড়াচাড়া সেরেবেলাম আগে থেকেই বুঝতে পারে এবং উদ্দীপনা সৃষ্টা করে না মস্তিষ্কে , আর যদিওবা করে কিন্তু অনেক কম যার ফলে নিজের সুড়সুড়িতে হাসি পায়না । আর সেরেবেলাম অন্য কেউ সুড়সুড়ি দিলে তা আগে থেকে বুঝতে পারেনা কারণ আপনার অঙ্গ সেক্ষেত্রে কাজ করছেনা, ফলে তীব্র উদ্দীপনা প্রেরণ করে সোমাটোসেন্সরি এলাকায়। ফলে তীব্র কাতুকুতি আপনিও অনুভব করেন।

তাহলে এখন প্রশ্ন আসছে শরীরের শুধুমাত্র কোনো নির্দিষ্ট অংশে কাতুকুতু বেশি লাগে কেন? সাধারণত, হাড় থাকে না শরীরের যে অংশগুলিতে বা কোমল হয় তুলনামূলক, কাতুকুতুর অনুভূতি বেশি হয় সেই অংশগুলিতে, যেমন-পেটের পাশে বা নিচে অথবা পায়ের পাতার নিচে। বিজ্ঞানীদের মতে, মানুষের আত্মরক্ষার তাগিদ এর পিছনে কাজ করে। খুব সংবেদনশীল পায়ের পাতার নিচ, পেটের পাশ, ঘাড় এসব জায়গা। অসামান্য পরিণতি ঘটতে পারে সামান্য আঘাতে। তাই এসব অংশকে রক্ষা করার জন্য এ ক্ষেত্রে সুড়সুড়ির অনুভূতি সতর্কসংকেত হিসেবে কাজ করে।

Related posts

সুইমিং পুলে বাচ্চাদের সাথে জলকেলি করছে বিশালাকার পাইথন! হাড়হিম করা ভিডিও ভাইরাল

News Desk

রাজমিস্ত্রী প্রেমিক নয়, নিজেদের স্বামীর কাছেই ফিরেছেন বালির দুই গৃহবধূ! ভুলতে চান অতীত

News Desk

দীঘায় এসে কাঁকড়া খেয়ে চরম পরিণতি যুবকের! হোটেলের ঘর থেকে মারাত্মক অবস্থায় উদ্ধার

News Desk