Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যৌনতায় উন্মত্ত প্রতিবেশী যুগলের শীৎকারে ঘুমোনো দায়! রাত জেগে বিরক্ত মহিলা

কোনও জায়গায় বসবাস করতে হলে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা হয়। কিন্তু এই সমস্যা যদি খোদ প্রতিবেশীর থেকেই হয়? কি করবেন তখন?

এরকমই এক মহিলা তার প্রতিবেশীর জন্য খুব বিরক্তিতে দিন কাটাচ্ছেন। তার প্রতিবেশী যুগল যৌনতায় মত্ত থাকে দিন-রাত। আর যৌনতার সময় তাদের চিৎকার আওয়াজে অতিষ্ট হয়ে উঠেছেন তিনি। মধ্যরাতে ঘুমের মধ্যে হঠাৎ করেই আঁতকে ওঠেন এই শব্দে। এ এমনই এক শব্দ হয় যে তার বাড়ির আসবাবও নাকি কাঁপতে থাকে! এক ব্রিটিশ মহিলা বিস্তারিত অভিজ্ঞতার বিবরণ দিলেন ইংল্যান্ডের একটি ওয়েবসাইটে। খবরটি আনন্দবাজারে প্রকাশ হয়েছে।

তাঁর অভিযোগ ওই প্রতিবেশী যুগলের মধ্যে মহিলা সঙ্গীটিকে নিয়ে। ঘুম ভেঙে যায় মধ্যরাতে চিৎকার শুনে, অভিযোগ মহিলার। দীর্ঘ ক্ষণ নাকি জেগে বসে থাকেন তিনি আর তাঁর স্বামী। আরও জানিয়েছেন অভিযোগকারী মহিলা, একটি তিন বছরের সন্তানও আছে যৌনতায় মত্ত ওই যুগলের। মা-বাবার কাণ্ডে সেই শিশুরও নাকি মাঝ রাতে ঘুম ভেঙে যায়। তখন সমান তালে সেও চিৎকার করতে শুরু করে। সব মিলিয়ে ওয়েবসাইটেই ক্ষোভ প্রকাশ করেছেন বিরক্ত মহিলা।

কয়েক মাস আগে শহর থেকে একটু দূরে অনেক সাধ করে, এই বাড়িটি নিরিবিলিতে কিনেছিলেন অভিযোগকারী। নিজের বাড়ি সুন্দর করে সাজিয়েছিলেন। কিন্তু সেই বাড়ির পাশের বাড়িতে ওই যুগল তাঁদের সন্তানকে নিয়ে এসে ওঠেন কয়েক সপ্তাহ আগে। তার পর থেকেই ‘শব্দের দাপট’ শুরু হয় । প্রথমে ওই মহিলা ভেবেছিলেন, তিনি এই নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না ভদ্রতার খাতিরে। কিন্তু লাভ হয়নি তাতে। তাই ওয়েবসাইটে বাধ্য হয়ে পোস্ট করেছেন।

Related posts

পঞ্চভূতে লীন হলেন বাপ্পি লাহিড়ী! মুখাগ্নি করার সময়ে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বাপ্পা

News Desk

৫০০০ টাকা থেকে ৫৫০ কোটি ডলার! চলে গেলেন শেয়ার মার্কেটের রাজা রাকেশ ঝুনঝুনওয়ালা

News Desk

পরিবার নিয়ে আগ্নেয়গিরি দেখতে গিয়ে ভয়াবহ ঘটনার শিকার তরুণী! সারা শরীর গেল গলে!

News Desk